একটি বিজয় চুরি, পতাকা চুরি, ছবি চুরি এবং গৌরবগাঁথা চুরির অমর কাহিনী!

লিখেছেন লিখেছেন পুরুষের কঙ্কাল ১৬ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৫:০৭ রাত



প্রথমে বামের ছবিটি খেয়াল করুন। আজ ১৬ই ডিসেম্বরকে ভারত রাষ্ট পাকিস্তানের বিরুদ্ধে তাদের 'ভিজায় দিওয়াস' হিসেবে পালন করছে। এটি সেই 'ভিজায় দিওয়াস' উপলক্ষে তৈরী তাদের পোস্টার। যদি ভেবে থাকেন এটি কোন হেজি-পেজির কাজ তাহলে এখানে একটু ক্লিক করুন- https://goo.gl/GIpwf0 । জ্বি হ্যাঁ, স্বয়ং গুগলও ভারতীয় প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে এই ইমেজকে দেখাচ্ছে- indian independence day হিসেবে!

এবার আরেকটু কষ্ট করে এই লিংকে ক্লিক করুন https://goo.gl/Wj7uEY বা mount suribachi flag raising লিখে গুগলে সার্চ দিন। আসল ছবিটি পেয়ে যাবেন। খুবই বিখ্যাত একটি ছবি, Joe Rosenthal এর তোলা পুলিৎজার পুরষ্কার বিজয়ী ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে লো-জিমা যুদ্ধের সময় ১৯৪৫ সালের ২৩ ফেব্রুয়ারী সুরিবাচি পাহাড়ের চুড়ায় মার্কিন পতাকা তুলেছিলেন চারজন মেরিন আর একজন কর্পসম্যান। কেবলমাত্র এই ছবি এবং ছবি সংশ্লিষ্ট ইতিহাস নিয়েই উইকিপিডিয়াতে অনেক রেফারেন্স দিয়ে তৈরী একটা পেজ আছে; সেটিও দেখতে পারেন- https://en.wikipedia.org/wiki/Raising_the_Flag_on_Iwo_Jima

১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষনা দিয়ে যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল, তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা নতুন নয়। স্বয়ং চেতনাগুরু জাফর ইকবালও বলেন মুক্তিযুদ্ধ ছিল তের দিনের! বাকী সাড়ে আট মাসে পাকিস্তানীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ন যুদ্ধে ভারতীয় বাহিনী বা ভারতের বাংলাদেশি সংগঠন আওয়ামী লীগের তেমন কোন ভুমিকা ছিলনা বলেই সেই সাড়ে আট মাসকে এখন ছেঁটে বাদ দিতে হবে, মুক্তিযুদ্ধকে এখন ভারত-পাকিস্তান যুদ্ধ বলতে হবে। আর যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়টিকেই বাদ দেয়া হচ্ছে- তাই কেবলমাত্র সত্য ধারণ করতে হবে 'চেতনা'। যারাই এই চেতনা বাদ দিয়ে মুক্তিযুদ্ধের কথা বলবে, তারাই রাজাকার।

ভারত যখন মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীতে যুক্ত হয়, তখন প্রতিটি যুদ্ধে ভারতীয় বাহিনীর সাথে ছিল বাংলাদেশী মুক্তিযোদ্ধারা। উভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। জেনারেল নাগরা যখন ঢাকায় ঢোকেন, তখনও তিনি টাঙ্গাইল থেকে ঢাকা পর্যন্ত আসার জন্য সার্বিক সহযোগিতা নিয়েছেন কাদের সিদ্দির কাছ থেকে। যেখানে ভারতীয় বাহিনী মুক্তিযোদ্ধাদের না জানিয়ে একা একা যুদ্ধ করতে গেছে, সেখানেই তারা পাকিস্তানীদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে।

১৯৭১ সালে মিত্র বাহিনীর নেতৃত্বে যশোর দখলের পর তারা পাকিস্তানীদের শক্তিশালী ঘাঁটি খুলনার দিকে অগ্রসর হবার সময়ও এমনটাই ঘটেছিল। ১০ ডিসেম্বর শিরোমণির অদূরে ফুলতলার ১৪ মাইল এলাকায় ঘাঁটি স্থাপন করে রাজপুত ব্যাটালিয়ন। ১৩ ডিসেম্বর বিকেল পর্যন্ত চলে লড়াই। বিকেলের পর সারা রাত শিরোমণি থেকে পাকিস্তানি বাহিনীর গোলাগুলির আওয়াজ না পেয়ে তারা ঘাঁটি ছেড়ে পালিয়েছে বলে ধরে নেয় মিত্রবাহিনী। ১৪ ডিসেম্বর সকালে স্থানীয় মুক্তিযোদ্ধাদের না জানিয়ে খুলনার উদ্দেশে বেরিয়ে পড়েন মেজর জ্ঞানি ও মেজর মাহেন্দ্র সিং। তাঁদের সঙ্গে রাজপুত ব্যাটালিয়নের ২৮টি গাড়িতে ৩৫০ জনের মতো সৈন্য ছিল। কনভয়টি শিরোমণি এলাকায় এলে লুকিয়ে থাকা পাকিস্তানি বাহিনীর ট্যাংক হামলায় ২৬টি গাড়ি ধ্বংস হয়ে যায়। মেজর জ্ঞানিসহ প্রায় ২৫০ জন মিত্র সেনা নিহত হন। দুটি গাড়িতে করে প্রাণ নিয়ে ফুলতলা ঘাঁটিতে ফিরে যান মাহেন্দ্র সিং।

ওই ঘটনার পর রাজপুত ব্যাটালিয়নের প্রধান মেজর দলবীর সিং খুলনা অভিযানের জন্য মেজর মঞ্জুরকে অধিনায়কত্ব দেন। অবশেষে মেজর মঞ্জুরের নেতৃত্বেই খুলনায় পাকিস্তানীদের পতন হয় এবং ১৭ ডিসেম্বর তারা আত্মসর্মপন করে।

ভারতীয় এই ছবিটি ওদের রাষ্ট্রীয় দৈন্যই প্রকাশ করেছে। ওরা বাংলাদেশীদের বিজয়কে চুরি করে নিজেদের 'ভিজায় দিওয়াস' দাবী করছে (কী ভিজিয়ে দিয়েছে ওরাই জানে), ওরা আমেরিকার পতাকা চুরি করে সেখানে ভারতের পতাকার ছবি লাগিয়েছে, ওরা পুলিৎজার পুরষ্কার পাওয়া আমেরিকান ফটোগ্রাফারের তোলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবিকে চুরি করে ১৯৭১ সালে পাক-ভারত যুদ্ধের ছবি বলে চালিয়ে দিচ্ছে। ওরা বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের যুদ্ধজয়ের গৌরবগাঁথাকে নিজেদের বলে দাবী করছে। আর এই কাজে ওদেরকে সাহায্য করছে বাংলাদেশে থাকা ওদের কিছু সেবাদাস।

এই সেবাদাসদের চেনার সহজ উপায় বলে দিচ্ছি। এদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে- এদের কাছে মুক্তিযুদ্ধের চেয়ে চেতনা বড় এবং এদের দ্বিতীয় বৈশিষ্ট হচ্ছে- এরা প্রায় সকল খ্যাতনামা বীর মুক্তিযোদ্ধাকে 'রাজাকার' ডাকার চেষ্টা করে। কারণ, মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাতে না পারলে তো এদের প্রভূদের 'ভিজায় দিওয়াস'কে প্রতিষ্ঠিত করা যায় না।

সূত্রক্লিক করে পৌঁছে যান মূল জায়গায়!

বিষয়: বিবিধ

২০৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354308
১৬ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৩
অপি বাইদান লিখেছেন : আল্লার ফাঁকিস্তান ভারতের সাথে হেরে গেল? আক্ষেপ।
১৬ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫২
294145
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : তুমি তো মানুষ নারে ভাই , অমর কোন প্রাণী নাকি ? মরার সময়টাতে আমি তোমার কাছে থাকতে পারতাম ! দেখতাম এই চেটাং চেটাং কথা কেমন থাকে
354338
১৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাত্র কয়েকদিন আগে ভারতিয় রাষ্ট্রিয় প্রচার সংস্থা চিন্নাই এ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এর সময় প্রধানমন্ত্রির মোদির ছবিতে ফটোশপ করে ধরা খেয়েছে!! মনে হয় আমাদের দেশের মত সেখানেও কোন ফটোশপ বিজ্ঞানির আবির্ভাব হয়েছে!
354344
১৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
354435
১৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৫
হতভাগা লিখেছেন : বাংলাদেশ এরকম একটা বানাতে পারে না ?
354465
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৫৮
বৃত্তের বাইরে লিখেছেন : ছিঁচকে চোর তাই ধরা পড়ে গেছে। শেয়ারের জন্য ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File