নেট চলে না ,চলে না,, চলে না,,, রে......
লিখেছেন লিখেছেন লোকমান ১৪ জানুয়ারি, ২০১৩, ০৫:৩৭:৩৫ বিকাল
বহুত দিন পরে দেশে আসলাম। অর্ধ যুগ পরে স্বজনদের কাছে পেয়ে খুব আনন্দ লাগছে তবে প্রিয় ব্লগ ও ব্লগারদের থেকে দুরে থাকায় খারাপও লাগছে।নিজের অজান্তেই ব্লগ ও ব্লগারদের খুব আপন করে ফেলেছি। ব্লগার বন্ধুদের সাথে যোগাযোগের জন্য গ্রামীন ফোনের ইন্টারনেট মডেমও নিয়েছি পরিতাপের বিষয় হল আমার এখানে ইন্টারনেট নেটওয়ার্ক খুব দুর্বল তাই ইচ্ছা করলেই অন লাইনে আসতে পারি না। যখন অন লাইনে আসতে পারি তখন মনে হয় যেন সোনার হরিন হাতে পেয়েছি আর যখন আসতে না পারি তখন গাইতে থাকি নেট চলে না ,চলে না,, চলে না,,, রে......
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন