রাঘব বোয়ালের কবলে নীলক্ষেত বাকুশাহ মার্কেট।

লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ১৪ জানুয়ারি, ২০১৩, ০৫:৫৯:০৬ বিকাল

রাঘব বোয়ালের কবলে নীলক্ষেত বাকুশাহ মার্কেট। যাহার মালিক এই মার্কেটের ২২০০ জন ব্যবসায়ী। কিন্তুু কথিপয় কিছু অর্থ লোভী লোক এই মার্কেটের উপর অছর করেছে। যার কারণে এই মার্কেটের ব্যবসায়ীদের বিনা নোটিশে আগামী ৩১/০১/২০১৩ ইং তারিখে দোকান ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করতেছে। উল্লেখ্য অত্র মার্কেটের সভাপতির দাবীদার আব্দুল খালেক যিনি অবৈধ ভাবে সভাপতির পদ দখল করে আছে। প্রায় ৩০বছর যাবৎ তিনি পেশি শক্তির জোরে স্ব-পদে বহাল আছেন। সমিতির সদস্যগণ নির্বাচন দেওয়ার কথা বললে তিনি তাদের জোর পূর্বক সদস্য পদ বাতিল করেন। যাহা সম্পূর্ণ অবৈধ এবং সমবায় আইন পরিপন্থি। তিনি বর্তমান সরকারের একজন বিশিষ্ট রাজনীতিবিদ দাবি করে সদস্যদের হুমকি দিয়ে থাকেন। কিন্তু বাস্তবে তিনি রাজনীতির ধারে কাছে ও নাই শুধুমাত্র কিছু সন্ত্রাশীই তার মুল শক্তি। তিনি একসময় নীলক্ষেত মোড় রিক্সার টুকেন বিক্রি করতেন। তখন থেকেই তিনি একটি সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত থেকে নীলক্ষেত হযরত বাকুশাহ মার্কেটের নিয়ন্ত্রণ নেন। সেই থেকেই তিনি অত্র মার্কেটর উন্নয়নের টাকা লুট করে আসছে। বর্তমানে তিনি মহাপরিকল্পনা হাতে নিয়ে এগুচ্ছেন। অর্থাৎ অত্র মার্কেটের সদস্যদের তিনি নামে মাত্র টাকা নিয়ে সদস্যপদ ছেড়ে দেওয়ার জন্য মৌখিক ভাবে জানিয়ে দিয়েছেন। তিনি অত্র মার্কের জায়গায় বহুতল ভবনের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য ব্যবসায়িদের দোকান ছাড়ার জন্য বাধ্য করতেছেন। ব্যবসায়ীরা নোটিশ প্রদান পূর্বক কাঙ্খিত সময় না পেলে আন্দোলনের প্রস্তুুতি নিতে পারে এবং অাশংকা করছি অত্র এলাকায় হয়ত খুনাখুনির মত অনাখাঙ্খিত ঘটনাও ঘটতে পারে। আমরা যে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তেক্ষেপ কমনা করছি।

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File