Worriedকেন চলে গেলে হে অভিমানী Worried

লিখেছেন লিখেছেন লোকমান ১২ মে, ২০১৪, ১২:১৯:১১ রাত



আমি বসে আছি। একা একা চুপচাপ বসে আছি তবে কেন তা জানি না। আসলে কোন কারন নাই। বিনা কারনেই কখনো কখনো এভাবে একা একা নিরিবিলি বসে থাকতে আমার খুব ভালো লাগে। সুনশান নিরবতা বিরাজ করছে চতূর্দিকে। কেমন যেন পৃথিবীর সব কিছু নিরব হয়ে গেছে সম্ভবত সবাই বিশ্রাম নিচ্ছে ক্ষনিকের তরে।

হঠাৎ তোমার পদধ্বনি আমার নিরবতায় আঘাঁত হানে। তবে আমি একটুও বিরক্তবোধ করছিনা বরং আনন্দই অনুভব করছি। এমন নিরবতায় তোমার আগমন আমার খুব পছন্দ। আমি চাই আমার এই নিরব মুহুর্তগুলোতে তুমি আমার পাশে থাকো। আমার খুব কাছে চলে এসো। আমাকে হারিয়ে ফেলো তোমার মাঝে।

তুমি এলে আমার হৃদয়ে আন্দেরে জোয়ার বয়ে যায়। তোমাকে নিয়ে কবিতা লিখতে খুব ইচ্ছে করে। তোমার মাঝে হারিয়ে যেতে খুব শখ জাগে। আজ কতদিন হলো তোমার মাঝে হারিয়ে যাই না। ভাবছি আজ তোমার মাঝে আমি হারাবোই। আজ আমি কোন বাঁধাই মানবো না। শুনবো না কারো নিষেধ।

আজ বাঁধা দেয়ার কেউ নেই। এখন গভীর রাত সবাই হারিয়ে গেছে ঘুমের রাজ্যে। শুধু আমি বসে আছি একা একা। আমিও ঘুমিয়ে যেতাম কিন্তু তোমার আগমনের আভাস পেয়ে জেগে আছি। বসে আছি একা একা। এসাে জলদি এসো।

হ্যাঁ তোমাকে শুনতে পাচ্ছি। ভালো ভাবেই বুঝতে পারছি তুমি চলে এসছো আমার খুব কাছাকাছি। এসো এসাে আমি তো তোমার জন্যই বসে আছি। কতদিন পর তুমি আসছো তোমার অপেক্ষায় না থেকে আমি পারি?

কি হলো চলে যাচ্ছ কেন? কেন এক কাছে এসেও চলে গেলে? কোন্ অভিমানে? তুমি কেন এত অভিমানী? কেন তোমার মাঝে হারিয়ে যাওয়ার স্বপ্ন সত্য হতে দিলে না। ভিজতে দিলে না তোমাতে। তুমি কেন এত অভিমানী হে "বৃষ্টি"?

বিষয়: বিবিধ

৫০২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220450
১২ মে ২০১৪ রাত ১২:৪১
আফরা লিখেছেন : ও...তবু ভাল বৃষ্টি আমি তো মনে করেছিলাম না জানি কে চলে গেল ..।
১২ মে ২০১৪ সকাল ১০:১৮
168110
লোকমান লিখেছেন : সন্দেহের কোন অবকাশ নেই। বৃষ্টি কে নিয়ে আমার এই লেখা। বৃষ্টি শুধুই বৃষ্টি।
220457
১২ মে ২০১৪ রাত ১২:৫৮
দুষ্টু পোলা লিখেছেন : আহারে ভাবী কই চইলা গেল Crying Crying Crying Crying
১২ মে ২০১৪ সকাল ১০:১৯
168111
লোকমান লিখেছেন : ঐ মিয়া এখানে আবার ভাবীরে পাইলেন কৈ?
১৪ মে ২০১৪ বিকাল ০৫:২৪
168941
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমি বঝিনা সবাই লোকমান ভাই এর সাথে খালি দুষ্টুমি করে কেন ।Crying Crying Crying Crying
220463
১২ মে ২০১৪ রাত ০২:৩০
আবু তাহের মিয়াজী লিখেছেন : আর অপেক্ষা নয়। এবার গিয়ে একটা বিয়ে করেন। Tongue Rose Rose Rose Rose
১২ মে ২০১৪ সকাল ১০:২০
168112
লোকমান লিখেছেন : এখানে বিয়ের কথা আসছে কেন? পোস্ট এর সাথে বিয়ের কি সম্পর্ক??
220473
১২ মে ২০১৪ রাত ০৩:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : কেন যেন পড়তে যেয়ে প্রথম দিকেই মনে হয়েছিলো এরকম কিছু একটা হবে। শিরোনামে লেখা ধরকার ছিলো রম্য রচনা।
১২ মে ২০১৪ সকাল ১০:২৫
168113
লোকমান লিখেছেন : অনেক দিন পর কাল বৃষ্টি আসতে শুরু করেছিল। মনের মাঝে খুব আনন্দ লাগতে ছিল। বৃষ্টির দিনের অতীতের স্মৃতি মনে পড়তেছিল। কী-বোর্ড, কম্পিউটার ছিল সামনেই। টুডে ব্লগে বিচড়ন করতে ছিলাম ভাবলাম বৃষ্টিকে নিয়ে কিছু একটা লেখা হয়ে যাক। যেই ভাবনা সেই কাজ। তবে শেষ পর্যন্ত বৃষ্টি আসেনি।

আপনি ঠিক বলেছেন তবে শিরোনামে রম্য উল্লেখ থাকলে রহস্যটা আর রহস্য থাকতো না। শেষ পর্যন্ত পড়ে রহস্য উদঘাটন করতে হতো না শিরোনামেই তা প্রকাশ পেয়ে যেত। ধন্যবাদ হে " প্যারিস থেকে আমি"।
220770
১২ মে ২০১৪ রাত ০৮:০৫
ভিশু লিখেছেন : আহারেহ! আপাতত শাওয়ার ছেড়ে নীচে দাঁড়ান! তবে বৃষ্টি এই আসলো বলে > > > ...
Rolling Eyes Sad Broken Heart Whew!
১২ মে ২০১৪ রাত ১০:০৬
168364
লোকমান লিখেছেন : এসেও সে চলে গেল। জানি না কোন অভিমানেWorried
220843
১৩ মে ২০১৪ রাত ১২:৪৩
আমি চাঁদপুরি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ অনেক ধন্যবাদ স্বাগতম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File