Rose তবুও স্বপ্ন দেখিRose

লিখেছেন লিখেছেন লোকমান ২৮ আগস্ট, ২০১৩, ০৩:৫১:১৩ দুপুর



স্বপ্ন দেখতে লাগে ভালো

স্বপ্নে খুঁজি আঁধারের মাঝে আলো,

স্বপ্ন দেখে ভুলে থাকি সব দু:খ

নতুন স্বপ্নে আশায় বাঁধি বুক।

Rose Rose

স্বপ্ন দেখি দিবা রাতে

পথে ঘাটে ঘরের ছাদে,

স্বপ্ন দেখি বসে গাছের তলে

ভেসে ভেসে নদীর জলে।

Rose Rose

স্বপ্নেই তাকে নিয়ে বাঁধি সুখের ঘর

তা স্বাপ্নেই ভেঙ্গে যায় আবার,

তবুও তাকে নিয়ে স্বাপ্ন দেখি

মনের মাঝে আগলে রাখি।

Rose Rose

স্বপ্নের মাঝে আমি ধনী

স্বপ্নের মাঝেই ঋনী,

অনেক কিছুই স্বপ্ন দেখি

স্বপ্ন নিয়েই বেঁচে থাকি।

Rose Rose

স্বপ্ন ভেঙ্গে দেয় আমার সব কিছু

হয়ে যায় সব চুরমার,

ভাবী কোন স্বপ্ন দেখব না আর।

নিজেকে আমি দেই ফাঁকি,

তবুও স্বপ্ন দেখি।

বিষয়: বিবিধ

১৮০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File