বর্তমান তথ্যমন্ত্রীকে অবশ্যই অর্থ দন্ড দিতে হবে
লিখেছেন লিখেছেন সম্পাদকীয় ২৮ আগস্ট, ২০১৩, ১২:৪৪:৪৬ দুপুর
কেউ কি বলতে পারেন বর্তমান তথ্যমন্ত্রীর (এ আমল + বাকি জীবন মিলিয়ে) মোট সম্পদের পরিমাণ কত ?
সম্পদের পরিমাণটা জানা খুব দরকার না হলেও বলছি, ওনার জন্য অন্তত হাজার কোটি টাকার জরিমানা অপেক্ষা করছে O
তাই একটু জানতে চাচ্ছি, কারণ অনাদায়ে কত বছরের জেল হবে সেটাও তো হিসাব করতে হবে নাকি ![]()
দিগন্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর চেয়েও বড় কথা হল, অন্যায় ঘারত্যাড়ামি করে ৩মাস ১২দিন বন্ধ করে রাখা হয়েছে দিগন্ত_এবং_ইসলামিক টেলিভিশনকে । প্রকাশ করতে দেয়া হচ্ছে না আমারদেশ পত্রিকাকে ! কিন্তু কেন ?
এই কেন এর উত্তর আপনারা সবাই জানেন । দিনভর হেফাজতের প্রোগ্রাম দিগন্ত টিভি সরাসরি সম্প্রচার করলেও ইসলামিক টেলিভিশনের তো কোন সংশ্লিষ্টতাই ছিলনা । যদিও একটি অনুমোদিত জনসভা সরাসরি সম্প্রচার কোন অপরাধ হতে পারে না । ..................... তা যা ই হোক না কেন, মোটের উপর প্রতিষ্ঠানগুলো যে আর্থিক ক্ষতির সম্মুখীন হলো সেটার কি হবে ? সামাজিক ভাবে তাদেরকে যেভাবে হেনস্তা করা হয়েছে, সেটারই বা কি হবে ?
হবে । হবে । হবে ইনশাআল্লাহ্ । অবশ্যই হতে হবে এবং হবেইইইইই ।।
শুধু রাষ্ট্র এই ক্ষতিপূরণ দেবেনা । ক্ষতিপূরণের সমুদয় অর্থ বর্তমান তথ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গদের দিতে হবে । তারা দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ্ । কোন ক্ষমা কিংবা মহানুভবতার অবকাশ নেই । যে অনাচার বর্তমান সরকার করেছে তার কিয়দাংশ হলেও এভাবে উশোল করা হবে ইনশাআল্লাহ্ ।। সেটা হাজার কোটি থেকে কয়েক হাজার কোটি পর্যন্ত হতে পারে । এটা করতেই হবে, নচেৎ এমন অনাচার বন্ধ হবেনা । বন্ধ হবেনা নির্মম নিষ্পেষণ ।
অবিলম্বে দিগন্ত টিভি এবং ইসলামিক টেলিভিশনকে সম্প্রচার করতে দেয়া হোক । তাদের যন্ত্রপাতি ফিরিয়ে দেয়া হোক । প্রকাশনায় আসতে দেয়া হোক আমার দেশকে ।
সময়ই বলে দেবে কি হবে । যা ভাবেননি কখনো তারচেয়েও অনেক বেশি কিছু হবে ইনশাআল্লাহ্ ।
বিষয়: রাজনীতি
১১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন