কাল সৌদি আরবে ঈদ

লিখেছেন লিখেছেন লোকমান ০৬ আগস্ট, ২০১৩, ০৫:২০:৩২ বিকাল

সৌদি আরবে ঈদ আগামী কাল। কী অভাক হলেন ? অভাক হওয়ারই কথা। আমিও প্রথম অভাক হয়েছি। তাহলে কি রোজা ২৮টা হবে ? এই প্রশ্ন উঠাই স্বাভাবিক। সবার মনে একই প্রশ্ন ২৮রোজা কীভাবে হয়? আরবী মাসে ২৮ বা ৩১ দিন হয় না, ২৯ অথবা ৩০দিন হয়।

ধারনা করা হচ্ছে সৌদি আরবে রোজা একদিন পর থেকে শুরু করা হয়েছে। সেদিন আকাশ অপরিছন্ন থাকায় চাঁদ দেখা যায় নি।

অসলেই কি সৌদি আরবে কাল ঈদ ? এই প্রশ্নের উত্তর জানতে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিষয়: বিবিধ

২৭২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File