বিভিন্ন শ্রেণীর মানুষের ঈদের দিনটি কেটে যাবে বিভিন্ন ভাবে| কবিতার ভাষায় তার সামান্য প্রকাশের চেষ্টা.... (ঈদের দিনে)

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৬ আগস্ট, ২০১৩, ০৫:২১:১৭ বিকাল

ঈদের দিনে

..............

ঈদ আসছে

দিন গেলে কয়

বিশ্বজুড়ে প্রতিক্ষা

মিলন মেলার

এদিন ও ভাই!

খুশি নামে আখ্যা

.

পথের ধারের

ওই মানুষটির

নাইতো সাধের ঈদ

দু'হাত পেতে

রয়েছে দেখ

ব্যাথায় ভরা হৃদ

..

দামি পোশাক

নতুন জামা

তোমার আমার গায়ে

গরিব দুঃখির

পুত্র কন্যা

হাটছে খালি পায়ে

...

আপন স্বজন

সঙ্গে নিয়ে

দিনটি মোদের ফূর্তীতে

জেলের ভেতর

দীনের সাথির

কাটবে এদিন দুঃখ-তে

....

মূসার দেশে

ন্যায়ের পথিক

আজো দেখ রাজপথে

অনড় তারা

জমীন ভিজেও

তাঁজা তাদের রক্ততে

.....

দিকে দিকে

কাঁদছে মজলুম

আমার দেশেও তাই

এমন দিনে

দুঃখ ছাড়া

খুশি কোথায় পাই!

বিষয়: সাহিত্য

৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File