অর্ধ যুগ পরে দেশে যাচ্ছি

লিখেছেন লিখেছেন লোকমান ০২ জানুয়ারি, ২০১৩, ০১:২৯:২০ রাত

আজ অর্ধ যুগ ধরে দেশের বাহিরে আছি। মা-বাবা , ভাই-বোন , আত্মীয় স্বজন ছেড়ে দুরে থাকার বেদনা কেবল মাত্র প্রবাসীরাই বুঝে। যে বোনদের রেখে এসেছি ক্লস এইটে, ইন্টারে আজ তাদের কোলে একটি করে বাচ্চা। ওদের বাচ্চা ফোনে মামা মামা বলে খুব ডাকে অথচ এখনো দেখে নি মামা কেমন। দেশে যাবো ৩জানুয়ারী ২০১৩ইং এখনো দুদিন বাকী কিন্তু আমার মনটা চলে গেছে বাংলাদেশে। এখানে আছে শুধু আমার দেহটা। বাড়িতে বোন ও ভাইয়েরা পথ পানে চেয়ে আমার জন্য। ভাবী আর ভাবীর বোনদের কথা কিছু বললাম না। আমিও সব প্রস্তুতি শেষ করে এখন বসে আছি কখন আসতে তিন তারিখ সেই অপেক্ষায়। কিন্তু সময় ফুরোতেই চায় না। সবাই দোয়া করবেন যেন ভালো ভাবে আপনজনদের কাছে পৌছতে পারি। আল্লাহ পাক যেন সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন - আমীন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা Rose Rose Rose Rose নববর্ষের প্রতিটি দিন হোক আনন্দময়।

বিষয়: বিবিধ

১৬৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File