উন্মাতাল থার্টি ফার্স্ট নাইট!!!!!! Is it Bangladesh!!!!!!!
লিখেছেন লিখেছেন বাঁকা চিন্তা ০২ জানুয়ারি, ২০১৩, ০২:০৮:১৬ রাত
রাত ১২টার পর ১৪ নম্বর ফ্লোর তরুণ-তরুণীদের গায়ে গায়ে ঠাসা হয়ে পড়ে। এ সময় কর্তৃপক্ষ হোটেলের মূল প্রবেশপথ বন্ধ করে দেয়। এতে টিকিটধারী অনেকেই ব্যর্থ মনোরথে ফিরে গেছে। তবে যতই ভিড় হোক আনন্দে মাতোয়ারা তরুণ-তরুণীদের কিঞ্চিৎ নজর ছিল না সেদিকে। দফায় দফায় রঙিন পানীয় পান আর সঙ্গীকে আনন্দ দেয়ার নানা কসরতে সময় কেটেছে তাদের। মদের নেশা আর নৃত্যের তালে তালে কেউ ঢলে পড়েছে সোফায়, কেউ লাল কার্পেটে। ঝিকিমিকি আলো সহায়ক ছিল তাদের। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভালবাসার এ উন্মাদনাও বাড়ে দ্রুতগতিতে। রাত ২টার পর বাহুলগ্না বান্ধবীকে নিয়ে কোন কোন তরুণকে ‘রিজার্ভ’ কক্ষে চলে যেতে দেখা যায়। কেউ চলে যায় অন্য কোন আবাসিক হোটেলে বা বাসাবাড়িতে।
বিষয়: বিবিধ
১৫৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন