তোমার ভালোবাসার এতো দাম

লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ০৭ মার্চ, ২০১৭, ১১:২৫:৩৬ সকাল

মনটা ভালো না সবচেয়ে কাছের মানুষের

কাছ থেকে এইরকম কস্ট পাবো কখন ভাবিনি ।

.

পৃথিবীতে মনে হয় আমিই একজন যে খুব সহজে মানুষকে আপন করে নেই ।

.

আজকে খুব শাসন করলাম আমি আমার নিজেকে খুব বকা দিলাম !

.

যে আর কখনও কাউকে ভালোবাসবি না।

.

বুঝতে পারছি তো কেন এই কথা বলতেছি।

.

দেখ তুই জানি সব সইতে পারবি ।

.

কিন্ত আমি পারবো কারণ আমারও একটি মন আছে।

.

আরও কখনও কাউকে ভালোবাসবি না।

.

তুই যাকে আপন ভেবে কাছে টেনে নিবিই সে এমন এক কস্ট দিবে যা সইতে পারবিনা!

.

দেখ আমার অবস্থায় কি ছিলাম কি হয়েছি।

.

কখনও তো ভাবিনি আমি কাউকে ভালোবাসব ।

.

আর যাকে ভালোবাসব তার ভালোবাসার এতো দাম হবে তা স্বপ্নেও চিন্তা করিনি।

.

কি আজব বেপার দেখ সারাদিন আফিসে থাকি ঠিকই কিন্তু মনটা সারাক্ষণ ওর চিন্তায় পড়ে থাকে ।

.

আফিস শেষ করে বাসায় যাই ঠিকই কিন্তু মনটা রয়ে যায় যেখানে তার সাথে প্রথম দেখা হয়েছিল সেখানে থেকে যায়!

বিষয়: বিবিধ

৭০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File