আজ ২৮ ফেব্রুয়ারী।

লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:২২:১৬ দুপুর

জাতির ইতিহাসে '২৮ ফেব্রুয়ারী' এক কালো দিন।

২০১৩ সালের আজকের এই দিনে 'আন্তর্জাতিক' অপরাধ ট্রাইবুনাল

শতাব্দীর নিকৃষ্ট সব মিথ্যা অভিযোগের মিথ্যা মামলায় মিথ্যা

সাক্ষ্যের ভিত্তিতে এক ন্যয়ভ্রষ্ট রায়ের মাধ্যমে বিশ্বের অগণন

মানুষের হৃদয় স্পন্দন, কোরআনের খাদেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছিল |

দেশবাসী জানতো আল্লামা সাঈদী নির্দোষ, নিরাপরাধ | তাই শুরু

থেকেই তারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সরকারের দায়ের করা তথাকথিত

যুদ্ধাপরাধ মামলা বিশ্বাস করেনি | এরপরও যখন মিথ্যা মামলায়

আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাসির আদেশ দেয়া হয়েছিল তখন সচেতন

জনতা আর কেউ ঘরে বসে থাকেনি | প্রতিবাদী কোরআন প্রেমিক লাখ কোটি নারী-পুরুষ রাস্তায় নেমে

এলে ২৮ ফেব্রুয়ারী থেকে ৩ মার্চ পর্যন্ত সরকারের পুলিশ নির্বিচারে

গুলি চালিয়ে সারাদেশে ২৩৫ জনকে হত্যা করে | গ্রেফতার করে হাজার

নারী-পুরুষ |

একজন ব্যাক্তির ভালবাসায় এতো মানুষের জীবন দান পৃথিবীর

ইতিহাসে নজিরবিহীন | জনতা সেদিন প্রমান করে দিয়েছিল, 'যুদ্ধাপরাধ নয়, কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌছে দেয়াই আল্লামা সাঈদীর

অপরাধ' |

যেসব ভাই-বোনেরা কোরআনের খাদেম আল্লামা দেলাওয়ার হোসাইন

সাঈদীর ভালবাসায় জীবন দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামীন

তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, তাদের সকল

ভুল ত্রুটি 'রহমান-রহীম' নামের উছিলায় মাফ করে দিন আর তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিন|

আল্লাহ রাব্বুল আলামীন কোরআনের পাখী আল্লামা সাঈদীকে আপন

কুদরতে মুক্তির ফয়সালা করে কোরআনের ময়দানে ফিরিয়ে দিন, তাকে

সুস্থ্য রাখুন, তার নেক হায়াত দারাজ করুন | আজকের এই দিনে মহান

মালিকের দরবারে এইই আমাদের প্রার্থনা |

বিষয়: বিবিধ

৭৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File