আরমানের নিখোঁজ হওয়ার ৬ মাস হলো আজ..!
লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ০৯ ফেব্রুয়ারি, ২০১৭, ০৭:১৬:৩৬ সন্ধ্যা
আজ ৯ ফেব্রুয়ারী, ২০১৭।
.
আজ শহীদ মীর কাসেম আলীর ছোট ছেলে,
সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম,
আরমানকে তুলে নিয়ে যাওয়ার ৬ মাস পার হলো।
.
২০১৬ সালের ৯ আগষ্ট রাত সাড়ে ১১টার সময় মীরপুরের বাসা থেকে ওকে তুলে নিয়ে যাওয়া হয়।
.
আজ ৬ মাস হলো, আরমান কোথায় আছে, কেমন আছে, আমরা জানিনা। শহীদ মীর কাসেম আলী তার জীবনের শেষ লগ্নেও আরমানকে দেখে যেতে পারেননি।
.
আরমানের মায়ের নির্ঘুম রাত আর শেষ হয়না।
আরমানের স্ত্রী আর ছোট বাচ্চাগুলোর অপেক্ষাও আর ফুরোয়না। আমরা আর কার কাছে বলবো?
.
আল্লাহর কাছেই সাহায্য চাই।
তিনি যেন আরমানকে দ্রুত তার পরিবারের কাছে আসার ব্যবস্থা করে দেন।
আমরা যেন আমাদের হাসিখুশী ভাইটিকে আবারও ফিরে পাই। আমিন।
বিষয়: বিবিধ
৬২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন