তুমার ভালবাসা চাই

লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ০৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:২৭:৩২ সকাল

এতদিন দরে পাগলের মতো ঘুরেছি শুধু মাত্র

সামান্য পরিমাণ ভালবাসার জন্য,

কিন্তু পাইনি সেই ভালবাসা কে,

পাইনি তোমার মতো কেউ কে,

পাইনি তোমার মতো মেয়েকন্যা কে,

যে মেয়েকন্যা জীবনে আসার পড় থেকে জীবন টা এত বেশি আলো পেয়েছে তা আর বলার মতো নয়,

সত্যিই কথা বলতে কি তোমাকে কতখানি ভালবাসি তা তোমাকে আজ বুঝাতে পারলাম না, জানি না কখনও বুঝবে কি না,

জানি জীবনে চলার পথে পাবো কি না

জানি তুমি আমার হবে কি না,

আসলে তুমি সবকিছু বুঝতে পার

আমি কি চাই কেন চাই কি ভাবে চাই সবকিছু বুঝতে পার শুধু প্রকাশ করতে পারো না,

এই রকম আর কতদিন চলবে নাম হীন সম্পর্ক

তোমার সাথে যতটা হাসিঁ মুখে কথা বলি তার চেয়েও বেশি কস্ট নিয়ে তখন তোমার সাথে কথা বলি,!

বিষয়: বিবিধ

৭৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File