ইন্নালিল্লাহ। মোহাম্মাদপুর থেকে মহিলা জামায়াতের ২৮ নেতাকর্মী আটক.!
লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ০২ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:৩৯:৪৫ বিকাল
জামায়াতে ইসলামীর ২৮ নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর
তাজমহল রোডের একটি বাড়ি থেকে বৈঠককালে তাদের আটক করা
হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তাজমহল ১১/৭ বাড়ির দোতলায় বৈঠকে
মিলিত হওয়া নারীদের সবাই জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য।
তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হাফিজ আল
ফারুক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল জামায়াতের নারী কর্মীদের একটি বড় অংশ গোপনে বৈঠক করছে। ধারণা করা হচ্ছে, কোনও
নাশকতার উদ্দেশ্যেই তাদের এই সভা। বর্তমানে তারা মোহাম্মদপুর
থানা হেফাজতে রয়েছেন। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।'
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন।
আল্লাহ আমাদের সকল মা-বোনকে সম্মানের সাথে দ্রুত মুক্ত হওয়ার
তাওফিক দান করুন। আমিন
বিষয়: বিবিধ
৮২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন