ধর্মীয় বিশ্বাসের কারণে।

লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ০১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:২৩:৪৫ দুপুর

কিছু মেয়ে হিজাব পড়েন ধর্মীয় বিশ্বাসের কারণে।

- কিছু ছেলেও দাড়ি রাখেন ধর্মীয় বিশ্বাসে কারণে।

* মজার কথা হচ্ছে, এই দাড়িওয়ালা ছেলেগুলো হিজাবওয়ালী মেয়ে বিয়ে

করতে চায়লেও, সেই হিজাবওয়ালী মেয়েগুলো কিন্তু কোন দাড়িওয়ালা

ছেলেকে বিয়ে করতে চাননা।

. আবার,

- কিছু মেয়ে হিজাব পড়েন ফ্যাশন করে।

- কিছু ছেলেও দাড়ি রাখেন ফ্যাশন করে।

* এখানেও মজার কথা হচ্ছে, এই ফ্যাশনেবল হিজাবওয়ালী মেয়েগুলো

ফ্যাশনেবল দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চায়লেও, সেই ফ্যাশনেবল

দাড়িওয়ালা ছেলেগুলো কোন ফ্যাশনেবল হিজাবওয়ালী মেয়েকে বিয়ে করতে চাননা।।

.

বুঝতে হবে এদের "বিশ্বাস" আর "ফ্যাশনের" মধ্যে গণ্ডগোল আছে।

তুমি যদি ধর্মীয় বিশ্বাসের কারণে হিজাব পড়, তাহলে সেই বিশ্বাসকে

সম্মান দেখিয়ে, কেন দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চাও না???

এতেই কি প্রমাণিত হয় না, তোমার বিশ্বাস নিখুঁত নয়??!! .

যারা ফ্যাশন করে তাদের কথায় না হয় বাদই দিলাম, কারণ তারা

আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়, মানুষকে সন্তুষ্টি করতে তথা

মানুষকে দেখাতে দাড়ি রাখে, হিজাব পড়ে। কিন্তু তুমি তো বিশ্বাসী,

তাহলে তোমার বিশ্বাসের এই বৈপরীত্য কেনো??? নিজেকে

জিজ্ঞেস করো।। ছেলেরা অন্য মানুষকে দেখাতে চায় তার বউ হিজাবি, আর মেয়েরা অন্য

মানুষকে দেখাতে চায় তার স্বামী ক্লিন সেইভড, "স্মার্ট"। কেউ

আল্লাহকে দেখাতে চায় না, অথচ দুইজনই নিজেদেরকে ধার্মিক দাবি

করে।

বিষয়: বিবিধ

৮৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File