'ভিআইপি' দেশ ভারত..!
লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ২১ জানুয়ারি, ২০১৭, ০৫:৫০:৪৭ বিকাল
'জানিস আমার বাপ কে?' নিজের শক্তি দেখাতে পথেঘাটে এই কথা
অনেকেই বলে থাকেন। তবে সবচেয়ে বেশি বলেন কারা?
ভারত। হ্যাঁ, সারাবিশ্বে ভিআইপির সংখ্যায় এক নম্বর ভারত। এ দেশে সরকারি হিসেবেই যত ভিআইপি আছেন, আর কোনো দেশেই
এত ভিআইপি নেই। অনেকে এ ক্ষেত্রে দেশটির বিপুল জনসংখ্যার কথা
হয়ত বলবেন। সে হিসেবে চীন এগিয়ে থাকার কথা। অথচ চীনে সরকারি
হিসেবে ভিআইপির সংখ্যাটা ভারতের চেয়ে অনেকটাই কম। ভারতে ভিআইপি মর্যাদা পাওয়া মানুষের সংখ্যা ৪৫০ ছাড়িয়ে গেছে।
কারণ দেশটিতে রাজনীতিবিদ থেকে বড় ব্যবসায়ী, খেলোয়াড় থেকে
অভিনেতা- সবাই ভিআইপি। শুধু ভিআইপি নিজে নন, তার আত্মীয়-
বন্ধুরাও তার কৃপায় ভিআইপি মর্যাদা পেয়ে থাকেন। আর এই বিশেষ
সুযোগ-সুবিধ তারা পায় নাগরিকদের ট্যাক্সের অর্থে। এই ৪৫০ জন তারাই, যারা সরকারি নিরাপত্তা পেয়ে থাকেন। এছাড়া
অনেক ভিআইপি চারপাশে রয়েছেন। মার্কিন বিমানবন্দরে অভিবাসন
পেতে সুবিধের জন্য ২০১৫-য় ভারত সরকার দেশের ভিআইপিদের একটা
তালিকা তৈরি করেন। সেখানে প্রথমে ২০০০ জনকে রাখার কথা হয়।
আগামী কয়েক বছরের মধ্যেই সংখ্যাটা ১৫০০০ ছাড়িয়ে যেতে পারে। বলা
বাহুল্য, সমস্যাটা বুঝতে পেরে তালিকা ছোট করা হয়। ব্রিটেনে সরকারি মতে, ৮৪ জন ভিআইপি আছেন। ফ্রান্সে এই সংখ্যাটা
১০৯, জাপানে ১২৫, জার্মানিতে ১৪২, অস্ট্রেলিয়ায় ২০৫, আমেরিকায়
২৫২, দক্ষিণ কোরিয়ায় ২৮২, রাশিয়ায় ৩১২ এবং চীনে ৪৩৫। আরেকটা তথ্য, ২০১৫ সালে ভারত ৫৪৩ জন সংসদ সদস্যের জন্য
বেতন ও অন্যান্য খরচ বাবদ ১৭৬ কোটি টাকা ব্যয় করেছে। অর্থাৎ
লোকসভার প্রতি সদস্য পিছু বছরে ব্যয় হয়েছে ২.৭ লাখ রুপি। .
সূত্র : নয়া দিগন্ত অনলাইন
বিষয়: বিবিধ
৭৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন