উপেক্ষিত হিজাব
লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ২১ জানুয়ারি, ২০১৭, ০১:০৭:২৯ দুপুর
কিছু মেয়েরা আজকাল হিজাবের নামে
একটা স্টাইল চালু করেছে!
আর
তা হল
ছেলেদের মত প্যান্ট পরে মাথায়
একটা স্কার্ফ বেঁধে ফেলে আর না হয়
সালোয়ার কামিজ পরে তারপরে
নিজেকে অন্যের চোখে সুন্দর দেখানোর জন্য যা যা করতে হয় সব
করবে আর সবশেষে মাথায় একটা
স্কার্ফ বেঁধে ফেলবে। আসলে এটা
হিজাবের নামে ভন্ডামি করা ছাড়া আর কিছুই নয়।এসব মেয়েরা
নিজেদেরকে
অন্যের কাছে ভাল হিসেবে জাহির করতে চায় আর এটাও চায় যে সবাই
তাদেরকে দেখে সুন্দর আর স্মার্ট
বলুক।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন