স্বাগতম ২০১৭
লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ০১ জানুয়ারি, ২০১৭, ০৪:৪৭:১৩ বিকাল
হে নিউ ইয়ার স্বাগতম তোমায়
এসেছো নির্ভুল আপন ঠিকানায়,
নাও হে উষ্ণ শুভেচ্ছা গোলাপের
স্বাগতম হে নিউ ইয়ার পূর্ণিমায়।
অতিথি তুমি থাকো অতিথি হয়ে
হাসি খুশিতে, আনন্দে মাতিয়ে,
হে নিউ ইয়ার তোমায় অনুরোধ
নিও না তুমি সখের কিছু ছিনিয়ে।
এসেছো তুমি স্বপ্ন দেখাতে, দেখাও
লক্ষ্যপানের রাস্তাও দেখিয়ে দাও,
হে নিউ ইয়ার থাকো প্রেরণা হয়ে
ক্লান্তি-হতাশা-বেদনা সব মুছে দাও।
সবাইকে ইংরেজি নব বর্ষের শুভেচ্ছা...
বিষয়: সাহিত্য
৯২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন