হে প্রজন্ম বর্ষ বরণের পথে এ কেমন অগ্রসর? ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ জানুয়ারি, ২০১৭, ০৪:৫২:৫০ বিকাল

নতুন বছরকে বরণ করতে
তুমি রাত জাগলে আনন্দে!
পুরো বছর থাকে যেন হাসি খুশি;
একটি দিনও যেন না কাটে মন্দে।![]()
বিশ্বাস! বছরের প্রথম দিন যেমন যাবে
তেমনই যাবে সারাটি বছর,
বর্ষবরণে মত্ত হয়ে অনেকে
বসায় মাদকের উম্মাদ আসর!![]()
মাদকের নেশায় মাতাল হয়ে
ঘরে ফিরেই বউকে ডাকে মা,
হে প্রজন্ম বর্ষ বরণের পথে এ
কেমন অগ্রসর? আছে কি এর ক্ষমা? ![]()
বিশ্বাসে.. পুরো বছর বউ যদি
মায়ের আসন দখল করে রয়,
তুমিতো পশুই রবে, নতুন বছরে
অর্জিত হলো পশু তোমার পরিচয়। ![]()
কর্মে পরিচয় আসে, কর্মে এপার
ওপার, সবকিছু কর্মের উপর অর্জন,
অপসংস্কৃতিতে গা ভাসিয়ে কেন
নিজের ক্ষতি, কেন অনিয়ন্ত্রিত মন?![]()
মনের নিয়ন্ত্রণ প্রয়োজন যেখানে
সেখানে গা ভাসানো নয় আর,
মনের পশুকে হত্যা করে সপথ নিতে
হবে আল্লাহর নামে মানুষ হয়ে বাঁচবার।
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন