অক্টোপাসময় রাহু

লিখেছেন লিখেছেন বিবর্ন সন্ধা ০৯ এপ্রিল, ২০১৬, ০১:১৯:৩৯ রাত

আসসালামু আলাইকুম

ঘুরাফেরা অবিরত

হাসি-খুশি যথাযথ। ;Winking

এরই মাঝে দুষ্টু রাহু

চেপে ধরল দুইটা বাহু।

ভর করেছে মাথার পরে

ধীরে ধীরে নামল ঘাড়ে। Crying

ইথার থেকে ভেসে এসে

নাক ডুবিয়ে পড়ল বসে।

বলল আমায় জায়গা দিবি

কষ্টে আছি আমি খুবি ।

জায়গা পেয়ে মজা করে

হালুম হুলুম খাচ্ছে ধীরে।

রাহুর খানা বড্ড বেশি

সে যেন এক পেটুক শশী। At Wits' End

টের পেয়ে তাই রাহুর দশা

আস্তে আস্তে মন যে কষা।

রাহুও বোঝে, তার যে খেলা

বুঝতে পেরে করছে হেলা।

চতুর রাহু বলল হেসে

আসছি আমি ভালবেসে। Time Out

হাসির ছলে অভিনয়ে

রাহুকে তাই নেয় জড়িয়ে।

রাহু কহে , ওহে বোকা

বুঝে গেছিস আমার ধোঁকা।

হাড্ডি মাংস সবই খাব

নিঃস্ব করে তবে যাব। Skull

অভিনয়ে সুযোগ বুঝে

তাড়ানোর তাই সুযোগ খোঁজে।

যেই না রাহু হাত ছাড়িল

হঠাৎ মোক্ষম সুযোগ এল।

ঝাঁটা দিয়ে মারলে তাড়া

রাহু পালায়, হয়ে দিশেহারা। Rolling on the Floor

হি হি হি

কি ভাবছেন, আমি লিখেছি??? Tongue

টাইপ যখন আমি করেছি

তখন তো আমার ই লিখা নাকি Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

আসলে লিখাটা যার তার নামটা দিতে পারছি না,

কারন একদিন তিনি একটি বিরাট মিথ্যা বলে,

আমার কাছে ধরা খেয়েছেন, Broken Heart

এরপর থেকে উনার

সব লিখা ই আমার সন্দেহের তালিকায় থাকে, Thinking

মিথ্যার একটা " মোজেজা " আছে না Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

বিষয়: বিবিধ

১৩৯৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365021
০৯ এপ্রিল ২০১৬ রাত ০২:৪৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপু আপনাকে দেখলে মনে হয় আপনি শুধু হাসতেই জানেন কোন প্রবলেমই আপনার হাসির গতি রোধ করার শক্তি রাখেনা।
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৩:২১
302829
গাজী সালাউদ্দিন লিখেছেন : যা আমি বলি, এখনও তা কাজে পরিণত করিনাই, সে জন্য হাসিটা এখন পর্যন্ত স্বমহিমায়!
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:০৯
302864
বিবর্ন সন্ধা লিখেছেন : আপু বলে
আপনি আপনি করলে
কেমন যেন পর পর লাগেরে
আপুনি Broken Heart Broken Heart

আমি যখন ছোট
তখন স্কুলে অন্যরা
প্রতিদিন নানা ঘটনা বলত
আর আমি ভাবতাম,
আমার জিবনে বলার মত কোন ঘটনা নাই
প্রতিটা দিন ই এক ই ধাচের, কোন নতুনত্ব নাই Crying

কিন্তু ১০ বছর বয়সে, বাবার চলে যাবার মধ্য দিয়ে সেই যে ঘটনা জন্ম হলো, আজো প্রায় প্রতিদিন ই
বিভিন্ন ঘটনা ঘটে ই চলছে, এ যেন হাসরের মাঠের আগে শেষ হরার কোন লক্ষন নাই Broken Heart Broken Heart
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:৩৪
302871
বিবর্ন সন্ধা লিখেছেন : হুম্মহ
আমাদের দেশে কবে সেই ছেলে হবে
কথায় না বড় হয়ে, কাজে বড় হবে Rolling on the Floor Rolling on the Floor

যুদ্ধের ময়দানে বক বক না করে,Rolling on the Floor
যুদ্ধে জিতে গাজী হপে Rolling on the Floor
365022
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৩:২৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইদানিং ব্লগে চোর, চুন্নির সংখ্যা বেড়েই চলেছ!
'মলিন হাইনজালা ওয়াক্ত' যে লেখাটি লিখেনাই সে আমি বুঝতে পারছি.
লুকোচুরি বাদ দিয়ে নামটা বলে ফেলুন, দুইটারেই এক লগে পিডায়াম.
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৫
302867
বিবর্ন সন্ধা লিখেছেন : আপনার এত্ত বুদ্ধি খরচ করে
বুঝতে হপে কেন,
যে কবিতাটা আমার নয়! ":Thinking

আমি নিজেই যেখানে কারন বর্ণনা করে দিলামদিলামTongue


365027
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৪:৩৯
শেখের পোলা লিখেছেন : দারুন ছড়া৷ ধন্যবাদ৷
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৯
302868
বিবর্ন সন্ধা লিখেছেন : জাঝাক আল্লাহ খাইরান

আসলে ই ছড়াটা দারুন
একদম সময় উপযোগী।

ছড়াটা কিন্তু আমি লিখি নাই,
তাতে কি, শেয়ার তো আমি ই করেছি Tongue
365063
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৬
আফরা লিখেছেন : ছড়াটা এত চিনা চিনা লাগছে কেন !! মনে হয় যে লিখেছে তাকে আমি চিনি তবে বলব না ।

ধন্যবাদ বিবর্ন সন্ধা ভাপু ।
১০ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩৯
303005
বিবর্ন সন্ধা লিখেছেন : ইয়া আল্লাহ
রহম করো

আপুনি, তুমি ছড়াটা চিনে ফেলেছো Surprised Surprised !!

তুমি না সেদিন বল্লা, তুমি উজবুক ইউজ করো না,
তাইলে উজবুকের ৩ দিন আগের লিখা তোমার নজরে এলো কিভাবে!! Rolling on the Floor Rolling on the Floor
তার মানে মিথ্যা কেউ একা বলে না, অন্যরা ও বলে Tongue
যাই হোক, চিনা চিনা যখন লাগছে, তখন একটা গান হয়ে যাক,
চিনা চিনা লাগে, তবু অচেনা,,,,
পরের লাইন্টা মনে পড়ছে না,
( কথাটা কি মিথ্যা হয়ে গেলো?? Rolling on the Floor Rolling on the Floor
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:০৭
303026
আফরা লিখেছেন : ভাপু সত্যি বলছি এই ছড়াটা আমি অন্য কোথাও দেখি নি আর সত্যি করে বলছি আমার একটা ফেসবুক আইডি আছে ঠিক তবে সেটা মাসে একবার ও উপেন করা হয় না ।

ছড়াটা চেনা চেনা লাগছে মানে ছড়ার ছন্দের ষ্টাইল অন্য এক ব্লগারের ছড়ার সাথে আমার মিল লাগছে সেটা বুঝিয়েছি ।

তবে আমি ফেসবুক ম্যাসেনজার ইউজ করি ।

মিথ্যা বলি না তানা তবে যখন-তখন বলিনা পাজি ভাইয়া ।
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৭
303049
বিবর্ন সন্ধা লিখেছেন : হি হি

হেরে আপুনিটা
মিথ্যা আমরা কম বেশি
সবাই কিছু না কিছু বলি,Crying
তবে মিথ্যা থেকে বেচে থাকার চেস্টা করাটা ই আসল Love Struck
নয়তো আবার মোজেজায় ধরে ফেলতে পারে Tongue
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৪
303051
আবু জান্নাত লিখেছেন : আফরা মিথ্যা বলে না, কিন্তু আটা চুরি করে পরোটা বানায়। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
365122
০৯ এপ্রিল ২০১৬ রাত ১০:১৩
আবু জান্নাত লিখেছেন : চুরি করা লিখা, তুবও ফেন্টাষ্টিক। দারুন কবিতা, চোরের আত্মীয় বলে কথা। Love Struck Love Struck Love Struck
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৬
303038
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুমGood Luck

কবিতার প্রশংসা দেখে ভালো লাগলো
কিন্তু চোরের আত্নীয় কিভাবে হলাম?:Thinking
Crying
কথায় বলে, চোরে চোরে মাসতুত ভাই,
মাসতুত বোন কি বলা হয়েছে?? Rolling on the Floor Rolling on the Floor

ফলাফল : চোরের আত্নীয় অপবাদ টা টিকলো না Tongue Tongue
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৬
303041
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুমGood Luck

কবিতার প্রশংসা দেখে ভালো লাগলো
কিন্তু চোরের আত্নীয় কিভাবে হলাম?:Thinking
Crying
কথায় বলে, চোরে চোরে মাসতুত ভাই,
মাসতুত বোন কি বলা হয়েছে?? Rolling on the Floor Rolling on the Floor

ফলাফল : চোরের আত্নীয় অপবাদ টা টিকলো না Tongue Tongue
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫১
303050
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ শ্রদ্ধেয়া।

ঐ যে বললেন "কথায় আছেঃ" কথায় কিন্তু একথাও আছেঃ চোরের মায়ের বড় গলা।
আমাদের এলাকায় কিন্তু "চোরে চোরে খালাতো বোন" প্রবাদটিও আছে। Love Struck Love Struck Love Struck

এক দিকে না টিকলে আরেক দিকে টিকাইয়া দেওয়া হবে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৩৫
303088
বিবর্ন সন্ধা লিখেছেন : phbbbbt :Thinking Waiting Rolling on the Floor Crying Crying Crying Tongue Tongue Tongue
365207
১০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এতদিন শুনতাম অনলাইনে পুরুষ চোর আছে, এখন দেখি মহিলা চোর ও আছে!!! হা হা হা ধন্যবাদ আপনাকে
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৯
303046
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম Good Luck

এত করে বললাম, এটা আমার লিখা না,
তারপর ও বলে চোর Crying

নাহ, আপনারা দেখি, বাংলাদেশের পুলিশের চেয়ে ও খারাপ Rolling on the Floor Rolling on the Floor
১১ এপ্রিল ২০১৬ রাত ০২:৩৬
303084
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা
365514
১২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ওয়ারাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু আপুমণি। দারুণ একটি ছড়া আপু।

সুন্দর ম্যাসেজ! এবং সময়োপযোগী।

শেয়ার করার জন্য ও লেখকের জন্য জাজাকাল্লাহু খাইর।
১৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৪
303482
বিবর্ন সন্ধা লিখেছেন : জাঝাক আল্লাহ খাইরান, আপুনি Love Struck

কবিতায় তো, ঝাটার তাড়া খেয়ে, রাহু
দিশেহারা হলো
কিন্তু বাস্তবের রাহুর বাহু থেকে তো বাচার কোন
পথ খুজে পাওয়া যাচ্ছে না Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File