আপনি যাকে ভালবাসেন জরুরী না সে আজীবন আপনাকে মুগ্ধ করে যাবে। এটা জরুরী মুগ্ধতা হারিয়েও সে আপনার পাশে থাকবে।

লিখেছেন লিখেছেন বিবর্ন সন্ধা ০৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:০৮:৩০ সন্ধ্যা

আসসালামু আলাইকুম

বার বার প্রেমে পড়ার মাঝে কোন ক্রেডিট নেই,

এক জনের প্রেমেই বার বার পড়ার মাঝেই ক্রেডিট আছে।,,

মন থেকে যার জন্য ভালবাসাটা জন্মায় ,

তার প্রতি মুগ্ধতা আজীবনেও ফুরায় না ..

""তোমার জন্য চাঁদ পেরে দিব বলা ছেলেটা একদিন ওপাশ ফিরে ঘুমায়! ভালবেসে বাতাস খেয়ে বাঁঁচব বলা মেয়েটা একদিন এসির বাতাস চায়।

'

প্রেম আজন্ম তবে মুগ্ধতা আপেক্ষিক! মরে না গেলে রোমিও জুলিয়েটও অমর হতনা। প্রেম অমর হয় বিরহে বা বিচ্ছেদে!

'

তাই সত্যিকারের প্রেম অমরত্ব বা ইতিহাসে না। টিকে থাকার মাঝেই প্রেম।

'

যে ছেলেটির গলা না শুনলে সারা রাত ঘুম হতনা আজ তার কথা গুলি বড্ড বিরক্তিকর লাগে!

'

যে মেয়ের ওড়নার গন্ধ পেতে সারাটা রাত কেটেছে এপাশ ওপাশ ফিরে আজ তার হাত ধরাটাও ন্যাকামি মনে হয়!

'

কেন জানি ভাল লাগেনা কোন কিছুই!

'

শুধু ভাল লাগেনা অজুহাতে না জানি কত সম্পর্ক শেষ হয়ে যায়। একজন পড়ে থাকে ক্ষত নিয়ে আরেকজন নতুন মুগ্ধতার খোজে!

'

যার দীর্ঘ চুলের প্রেমে পড়ে লম্বা চওড়া স্বপ্ন দেখেছি একদিন অথচ তার পাশে আজ বয় কাট করা মেয়েটাকে দেখে নতুন কিছু ভাবছি!

'

এলোমেলো চুলের বোকা সোকা ছেলেটার সরল চোখে এক সময় স্বগ দেখা গেলেও স্পাইক করা ছেলেটার পাশে তাকে এখন কেমন বেমানান লাগে!

'

আচ্ছা কখনো নিজের মাকে দেখে মনে হয়েছে আমার মা টা সুন্দর না?

কালো বোন টা অথবা

পংগু ভাইটাকে দেখে মনে হয়েছে মরে যায়না কেন?

'

ভালবাসাটা এখানেই!

আপনি যাকে ভালবাসেন

জরুরী না সে আজীবন আপনাকে মুগ্ধ করে যাবে। এটা জরুরী মুগ্ধতা হারিয়েও সে আপনার পাশে থাকবে।

'

গালে গাল না রাখলেও চলবে।

ঘুমের ঘোরে পাশ ফিরে যদি ছোয়া না পেয়ে ঘুম ভেংগে যায় বুঝে নিবেন ভালবাসা বদলায়নি প্রকাশ টা বদলেছে শুধু !! ""

Aashiq Rahman

বিষয়: বিবিধ

১৫৪৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358380
০৩ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
শেখের পোলা লিখেছেন : সত্য বচন৷ধন্যবাদ৷
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:২০
297307
বিবর্ন সন্ধা লিখেছেন : যাঝাক আললাহ খাইরান, Love Struck
358400
০৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
তবুও মানুষ শুধু সাময়িক আবেগ দিয়েই চলে।
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:২৭
297308
বিবর্ন সন্ধা লিখেছেন : আবগ ছাড়া জীবনটা পাংসা হয়ে যায় ,
তারপর ও সংসার নামক জায়গায় এই আবেগ সবসময় খুজতে গেলে হতাস ই হতে হয় Crying

আবেগ টা কে সবসময় হাতের মুঠোয় পেতে চাইলে হয়তো , মানুষটা কে দুই দিন পরপর বদলাতে হপে Tongue Good Luck

যাঝাক আললাহ খাইরান Love Struck
358422
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৪৬
আফরা লিখেছেন : রূপ দেখে মানুষ মুগ্ধ হয় ভাল লাগে ভালবাসে তবে সেটা সাময়িক ।আর কারো গুন দেখে যে ভালবাসা হয় সেটা চিরজিবন থাকে ।

ধম্যবাদ দুষ্ট,মিষ্টি হাসি ভাইয়া ।
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:৩৮
297309
বিবর্ন সন্ধা লিখেছেন : সবার বেলায় "দেখে " ভালোবাসার সুযোগ থাকে না , তার পর ও পারিবারিক বিয়ে গুলো ও তো শুরুতে ভালো ই আবেগ দেখা যায় ,<:-P

একটু মনোযোগী হলে হয়তো তা ধরে রাখা যায় ,তবে বেশির ভাগ মানুষ ই উদাসিন হয়ে যায় Broken Heart

দুষ্ট,মিষ্টি হাসি ভাইয়া বুঝি ???
এটা হলো বাবাটা , আববুটা Tongue

জাঝাক আললাহ খাইরান Good Luck Love Struck
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৫৬
297333
আফরা লিখেছেন : আপনি তো ভীষন পাজিঁ একটা ভাইয়া ,েটা আবার কি বল্লেনCrying Crying Rolling on the Floor Rolling on the Floor
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:২০
297488
বিবর্ন সন্ধা লিখেছেন : কেন ,
বাবাটা ডাকতে বুঝি ভালো লাগে না !!!!!Surprised Crying
শুধু "জানু" ডাকতে ইচচা করে বুঝি ???? Tongue Rolling on the Floor
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
297555
আফরা লিখেছেন : অনেক আগে জানু নামে আমাদের একটা কাজের মেয়ে ছিল তখন ডাকতাম । এখন সে চলে গিয়েছে তাই আর এখন আর ডাকি না পাজি ভাইয়া ।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১৫
297571
বিবর্ন সন্ধা লিখেছেন : কাজের মেয়ে ই তো ??
সমস্যা নাই ,
আমি কি কম কাজের লোক নাকি !!??? Crying Crying Broken Heart Broken Heart Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

আমাকে আবার চাকরিটা দিয়ে দাও Tongue Tongue Praying Praying MOney Eyes MOney Eyes
358473
০৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:২২
দ্য স্লেভ লিখেছেন : বার বার প্রেমে পড়ার মাঝে কোন ক্রেডিট নেই,

এক জনের প্রেমেই বার বার পড়ার মাঝেই ক্রেডিট আছে।,,

মন থেকে যার জন্য ভালবাসাটা জন্মায় ,

তার প্রতি মুগ্ধতা আজীবনেও ফুরায় না ..
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০১
297365
বিবর্ন সন্ধা লিখেছেন : হুম্ম্ম…

সবই ঠিক ,
কিন্তু আপনি শুধু একাই তার প্রেমে পড়বেন,
একাই তার মন বুঝবেন ???
কিন্তু যেটা কতক্ষন , কতদিন ??
অপর পক্ষের ও কিছু দ্বায় কি থাকে না ?? :Thinking Good Luck

দুর্ভাগ্য জ্নক হলে ও সত্য যে ,কেউ কেউ থাকে যে কিনা আপনার ভালোবাসাটা বুঝতে
পারার পর , আপনাকে মুল্যহীন ভাবতে শুরু করবে ।Broken Heart

আসলেই এক হাতে তালি বাজে না , আর যদি আপনি একাই বাজাতে যান ,তবে বুঝে নিয়েন ,তাতে শুধু আপনার একার হাত ই ব্যাথি্ত হবে , অন্যের টা নয় Crying Tongue ( আললাহ কাউকে এমন না করুন)

যাঝাক আললাহ খাইরান Good Luck
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩৯
297477
দ্য স্লেভ লিখেছেন : যারা জীবন সম্পর্কে ভালো ধারনা রাখে এবং অন্যকে মূল্যায়ন করে তারা অবশ্যই ভালোবাসার বিপরীতে বেশী ভালোবাসা উপহার দিবে,অবজ্ঞা করবে না। অবমূল্যায়ন করবে না
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:১৬
297487
বিবর্ন সন্ধা লিখেছেন : আললাহ
আপনার এবং সবার জন্য এমন কাউকে মিলিয়ে দিন Love Struck
আমিন

যাঝাক আললাহ খাইরান Good Luck
369633
২০ মে ২০১৬ রাত ০৪:৫৯
awlad লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File