আপনি যাকে ভালবাসেন জরুরী না সে আজীবন আপনাকে মুগ্ধ করে যাবে। এটা জরুরী মুগ্ধতা হারিয়েও সে আপনার পাশে থাকবে।
লিখেছেন লিখেছেন বিবর্ন সন্ধা ০৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:০৮:৩০ সন্ধ্যা
আসসালামু আলাইকুম
বার বার প্রেমে পড়ার মাঝে কোন ক্রেডিট নেই,
এক জনের প্রেমেই বার বার পড়ার মাঝেই ক্রেডিট আছে।,,
মন থেকে যার জন্য ভালবাসাটা জন্মায় ,
তার প্রতি মুগ্ধতা আজীবনেও ফুরায় না ..
""তোমার জন্য চাঁদ পেরে দিব বলা ছেলেটা একদিন ওপাশ ফিরে ঘুমায়! ভালবেসে বাতাস খেয়ে বাঁঁচব বলা মেয়েটা একদিন এসির বাতাস চায়।
'
প্রেম আজন্ম তবে মুগ্ধতা আপেক্ষিক! মরে না গেলে রোমিও জুলিয়েটও অমর হতনা। প্রেম অমর হয় বিরহে বা বিচ্ছেদে!
'
তাই সত্যিকারের প্রেম অমরত্ব বা ইতিহাসে না। টিকে থাকার মাঝেই প্রেম।
'
যে ছেলেটির গলা না শুনলে সারা রাত ঘুম হতনা আজ তার কথা গুলি বড্ড বিরক্তিকর লাগে!
'
যে মেয়ের ওড়নার গন্ধ পেতে সারাটা রাত কেটেছে এপাশ ওপাশ ফিরে আজ তার হাত ধরাটাও ন্যাকামি মনে হয়!
'
কেন জানি ভাল লাগেনা কোন কিছুই!
'
শুধু ভাল লাগেনা অজুহাতে না জানি কত সম্পর্ক শেষ হয়ে যায়। একজন পড়ে থাকে ক্ষত নিয়ে আরেকজন নতুন মুগ্ধতার খোজে!
'
যার দীর্ঘ চুলের প্রেমে পড়ে লম্বা চওড়া স্বপ্ন দেখেছি একদিন অথচ তার পাশে আজ বয় কাট করা মেয়েটাকে দেখে নতুন কিছু ভাবছি!
'
এলোমেলো চুলের বোকা সোকা ছেলেটার সরল চোখে এক সময় স্বগ দেখা গেলেও স্পাইক করা ছেলেটার পাশে তাকে এখন কেমন বেমানান লাগে!
'
আচ্ছা কখনো নিজের মাকে দেখে মনে হয়েছে আমার মা টা সুন্দর না?
কালো বোন টা অথবা
পংগু ভাইটাকে দেখে মনে হয়েছে মরে যায়না কেন?
'
ভালবাসাটা এখানেই!
আপনি যাকে ভালবাসেন
জরুরী না সে আজীবন আপনাকে মুগ্ধ করে যাবে। এটা জরুরী মুগ্ধতা হারিয়েও সে আপনার পাশে থাকবে।
'
গালে গাল না রাখলেও চলবে।
ঘুমের ঘোরে পাশ ফিরে যদি ছোয়া না পেয়ে ঘুম ভেংগে যায় বুঝে নিবেন ভালবাসা বদলায়নি প্রকাশ টা বদলেছে শুধু !! ""
Aashiq Rahman
বিষয়: বিবিধ
১৫৪৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবুও মানুষ শুধু সাময়িক আবেগ দিয়েই চলে।
তারপর ও সংসার নামক জায়গায় এই আবেগ সবসময় খুজতে গেলে হতাস ই হতে হয়
আবেগ টা কে সবসময় হাতের মুঠোয় পেতে চাইলে হয়তো , মানুষটা কে দুই দিন পরপর বদলাতে হপে
যাঝাক আললাহ খাইরান
ধম্যবাদ দুষ্ট,মিষ্টি হাসি ভাইয়া ।
একটু মনোযোগী হলে হয়তো তা ধরে রাখা যায় ,তবে বেশির ভাগ মানুষ ই উদাসিন হয়ে যায়
দুষ্ট,মিষ্টি হাসি ভাইয়া বুঝি ???
এটা হলো বাবাটা , আববুটা
জাঝাক আললাহ খাইরান
বাবাটা ডাকতে বুঝি ভালো লাগে না !!!!!
শুধু "জানু" ডাকতে ইচচা করে বুঝি ????
সমস্যা নাই ,
আমি কি কম কাজের লোক নাকি !!???
আমাকে আবার চাকরিটা দিয়ে দাও
এক জনের প্রেমেই বার বার পড়ার মাঝেই ক্রেডিট আছে।,,
মন থেকে যার জন্য ভালবাসাটা জন্মায় ,
তার প্রতি মুগ্ধতা আজীবনেও ফুরায় না ..
সবই ঠিক ,
কিন্তু আপনি শুধু একাই তার প্রেমে পড়বেন,
একাই তার মন বুঝবেন ???
কিন্তু যেটা কতক্ষন , কতদিন ??
অপর পক্ষের ও কিছু দ্বায় কি থাকে না ?? :
দুর্ভাগ্য জ্নক হলে ও সত্য যে ,কেউ কেউ থাকে যে কিনা আপনার ভালোবাসাটা বুঝতে
পারার পর , আপনাকে মুল্যহীন ভাবতে শুরু করবে ।
আসলেই এক হাতে তালি বাজে না , আর যদি আপনি একাই বাজাতে যান ,তবে বুঝে নিয়েন ,তাতে শুধু আপনার একার হাত ই ব্যাথি্ত হবে , অন্যের টা নয় ( আললাহ কাউকে এমন না করুন)
যাঝাক আললাহ খাইরান
আপনার এবং সবার জন্য এমন কাউকে মিলিয়ে দিন
আমিন
যাঝাক আললাহ খাইরান
মন্তব্য করতে লগইন করুন