নিজ কর্মে ম্হাখুশি অন্যের বেলায় হাসাহাসি
লিখেছেন লিখেছেন বিবর্ন সন্ধা ২৯ জানুয়ারি, ২০১৬, ০৯:১৮:১৩ রাত
আস্সালামু আলাইকুম ..
শীতে কি শুধু ঠোট ই ফাঁটে ,
পায়ের গোরালী ও কিন্তু ফাটে
শীতে কি শুধু নারিকেল তেল ই জমে
বাংলাদেশের গ্যাস ও কিন্তু জমে
ইস্স্স্স্স
গ্যাস কন্যা না হয়
গায়ে একটু মৌসুমী হাওয়ার ছোঁয়া লাগালো ই
তাতে কি এমন ক্ষতি হলো
তোমার কেন তাতে এত অভিমান
তুমি যখন একটি দিয়াশলাই এর
কাঠি দিয়ে পার করে মাস ছয়
তখন কি গ্যাস কন্যার গায়ে হয় না জ্বলন
বিষয়: বিবিধ
১৪৮৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি ই করেন
জাঝাক আললাহ খাইরান
জাঝাক আললাহ খাইরান
জাঝাক আললাহ খাইরান
মন্তব্য করতে লগইন করুন