জ্ঞানী
লিখেছেন লিখেছেন বিবর্ন সন্ধা ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫১:৪৯ রাত
আসসালামু আলাইকুম..
বিকেলের শেষে ,
যখন নীলা তার পাশের বাড়ি থেকে
বাসায় ফিরতে যাচছিল ,ঠিক তখন ই
সেই বাসার ৫০ এর কাছা কাছি টাইস -টুইস মার্কা খালামনিটির আগমন,
রুমে ডুকেই নীলাকে দেখে বললেন ,
কিরে নীলা কেমন আছিস ??
তুই দেখি দিন দিন ঐষরীয়া হয়ে যাচছিস , (এই সেরেছে , এখন ই শুরু হবে সৌন্দর্যের খুটি নাটি প্রশ্ন পর্ব ,মনে মনে ভাবছে নীলা ,, )
আর তখন ই তিনি প্রশ্ন ছুড়ে দিলেন ,
মনে আছে ,ঐষরীয়া কত্সালে সুন্দরী হয়েছিল??
: ইয়ে খালা থুক্কু আন্টি
(নীলা তর্জনী দিয়ে মাথা চুলকায় )
: ভুলে গেছিস ??
ডায়্নার কথা মনে আছে ??
কি সুন্দরী ই না ছিল মেয়েটা …
: না মানে ,
(দুই দাতের মাঝে কনিষ্ঠার নখ চাপতে চাপতে ,
প্রশ্নটা এড়িয়ে যায় সে )
: আচ্ছা বাদ দে ,
গত বারের লাক্স সুন্দরী নামটা বলতো ,
: আন্টি কি হবে ,
এত সুন্দরীদের খুজ খবর নিয়ে ??
যখন মরে যাব ,তখন কি এই সুন্দর কোন কাজে আসবে ??
আমাদের এই সুন্দর্য ঢেকে রাখা উচিত ,
পর্দা করতে হবে ,মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে ...
: পর্দা হলো মনের ব্যাপার ,
এতে শরীর ঢাকা না ঢাকার কি সম্পর্ক ??
তুই আসলে মুর্খ ই রয়ে গেলি ,
জ্ঞানের পরিধি কে বাড়াতে হয় ,
বিশ্বের সব কিছুর খুজ খবর রাখতে হয় ,
,কথায় আছে না ,সুন্দরী মেয়েদের বুদ্ধি কম থাকে ,
তারা বোকা সোকা হয় ,
তুই আসলে তেমন ই একটি মেয়ে ,,
বিজ্ঞের মত মত করে কথা গুলো বলে যাচ্ছিলেন খালা …
: আন্টি তোমার তো অনেক বুদ্ধি , অনেক জ্ঞান ,
তোমার কি মনে হয় , তুমি অসুন্দরী ??
প্রশ্ন টার কোন জবাব না দিয়ে
,রাগে গ্জ গ্জ করতে করতে খালা
ভিতরের ঘরে চলে যায় ,
মুখে মিটি মিটি একটা হাসি নিয়ে
নীলা বেরিয়ে পড়ে ,
খালা খুবই ভালো মানুষ ,
কাল দেখা হলে ই ,ভুলে যাবে সব ,
আবার হাসি মুখে কথা বলবে ,
আর তখন হয়ত অন্য কোন সুন্দরীর তথ্য পাওয়া যাবে .
সোমালিয়ার রাজধানীর নাম কী ,
অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কী,
ভারতের কতজন বিশ্বসুন্দরী হয়েছে ?
পুকুরে কিসের চাষ হয় , রুই নাকি ইলিস ???
ধান ক্ষেতে কি বুনে পাট নাকি আলু ??
এগুলো মুখস্ত জানলে
অার গদগদ করে বলতে পারলেই কি
জ্ঞানী হওয়া যায় !!!???
যারা এগুলো জানে তারা কি জ্ঞানী ???
এগুলো জাস্ট তথ্য ।
তথ্যের ভান্ডারে
মস্তিষ্ক পূর্ণ হলে ই তাকে
ধীশক্তিসম্পন্ন বলে না ৷
যে প্রজ্ঞা কী
জ্ঞান কী
জ্ঞানের উৎস কী,
তা ই
জানে না ,সে অার যাই হোক
অাপাতত জ্ঞানী নয় ৷
কিন্তু জাতি অাজ
ভবিষ্যৎ কর্ণধারদের মস্তিষ্কে
তথ্যের ভান্ডারে পরিপূর্ণ রেখে মনে
করেছে জাতি উদ্ধার পেয়েছে,
যা ভ্রান্ত ধারনা ছাড়া অার কিছুই নয় ৷
এ জাতি ভুলে গেছে যে ,
যে শিক্ষায় নৈতিকতা নেই
সেটা কোন শিক্ষা নয়
বরং কুশিক্ষা ৷
একমাত্র ঐশী শিক্ষায়ই
ঐশীবাণীতেই
ওহীর জ্ঞানেই নিহিত
রয়েছে পূর্ণ নৈতিকতা ৷
যতদিন পর্যন্ত এ
ওহীর শিক্ষা চালু না হবে
ঠিক ততদিন আমরা নৈতিকতার দিক
দিয়ে সর্বনিন্ম পর্যায়েই থাকব ।
কাজেই
জীবনানন্দের বনলতা সেনের উক্তি,
"অামায় দু'দন্ড শান্তি দিয়েছিল
নাটোরের....."
পড়লেই জাতি সভ্য
শিক্ষিত নৈতিকতাসম্পন্ন
নীতিবোধসম্পন্ন জ্ঞানী হবে না
বরং
ভেতর থেকে নৈতিকতাহীন
বিষাক্ত সাপই বের হবে ,
যা অাজ সর্বত্র পরিলক্ষিত ৷
সভ্যতার নৈতিকতার জন্য ,
ওহীভিত্তিক
শিক্ষা অপরিহার্য .।
বিষয়: বিবিধ
১৫৩৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগে পরে কিছু নাই ??
জী আপুনিটা
এইবার টিক আছে
পরিশেষে বলবো, রং দিয়ে যে সৌন্দর্য বৃদ্ধি হয় তা ক্ষনিকের এবং বিভ্রন্তিকর বরং যে গুন গুলো সৌন্দর্য বৃদ্ধি করে তা চিরস্থায়ী এবং উপকারি! সুতরাং মেয়েরা গুন দিয়ে সাজো.....
গল্পে গল্পে শাণিত লিখনীর আবির্ভাব মাসাআল্লাহ।
চিন্তা করার মত একটি লিখা......
জাজাকাল্লাহু খাইর।
আমি তো প্রসংশায় ,লজ্জায় লাল হয়ে যাচছি
ছোট বলে , উৎসাহ দিচছেন বুঝতে পরছি , তবে শুনে ভি ই ই ই ষন ভালো লেগেছে
পরলে একটু জরিয়ে ধরে বুকে মুখ গুজতাম
জ্ঞানী গুণী আদুরী বোনটিকে বুকে জড়িয়ে অন্নেক অন্নেক আদর ও দোয়া করলাম।
যারা সুন্দরী প্রতিযোগীতা, গান প্রতিযোগীতা, নাচ প্রতিযোগীতা ও সিনেমায় অভিনয় করে, তারা উন্নত মানের পতিতা ছাড়া বেশি কিছুনা। কিছু হলুদ মিড়িয়া ও নাস্তিকদের কারনে আজ ৯০% মুসলীম দেশের চেহারাই পাল্টে গেছে।
আমার মনে হয় , হলুদ মিডিয়ার চেয়ে আমাদের বাবা মা রা বেশি উৎসাহী , এই সব বিষয়ে
বিশেষ করে আমাদের মায়েরা
দ:খিত উত্তর দিতে দেরি হয়ে গেল
মন্তব্য করতে লগইন করুন