ভালোবাসার প্রকারভেদ
লিখেছেন লিখেছেন বিবর্ন সন্ধা ০৮ মে, ২০১৬, ১২:০৩:৫৬ রাত
আসসালামু আলাইকুম,
.
.
- কি রে প্রোপিকে I ♥MUM. লাগালি না যে !!!!
- ওটা লাগালে কি হয়????
- মায়ের প্রতি ভালোবাসা দেখানো হয়।
- যাদের মা বেচে নাই
কিংবা পৃথিবী তে থেকে ও একে অপরের
আপন নয় কিংবা কেউ কারো দেখা পায় না
তারা কাকে দেখাবে এই ভালোবাসা??
- এত প্যাঁচাইয়া কথা কওয়ার কিছু নাই,
"মা " দিবসে সবাই লাগাই, এটা ই সিস্টেম।
- আচ্ছা তোর কি মনে হয় না, এই সিস্টেম
পালন করতে গিয়ে, যাদের মা বেচে নেই বা
বেচে থেকে ও অনেক দূরে কিংবা
যে মা তার সন্তান কে, যে সন্তান তার মাকে
এই দিবসে শুভেচ্ছা টুকু জানাবার অধিকার
রাখে না, তাদের ভিতরের ফুফানো আগুন টাকে
উসকে দেয়া হচ্ছে??
- জানি না, এত্ত জ্ঞান নাই আমার।
- যারা ব্রোকেন ফ্যামিলির সন্তান বা যারা
জন্মের পর বা বুঝ হবার পর মাকে কখনো
দেখে ই নি, যাদের ভিতরে " মা " শদ্ব টার প্রতি
রয়েছে এক প্রকার হাহাকার, তাদের কাছে এই দিবস টা
কতটা সুখের হবে??
- তা তুই কি বলতে চাচ্ছিস??
- আমার মনে হয়, এভাবে লোক দেখানো
দিবস পালন না করে, যাদের মা কাছে আছে
তারা মাকে গিয়ে জড়িয়ে ধরে, কপালে চুমু
দিয়ে বোলোক, " ভালোবাসি "।
এতে তার মা ও খুব খুসি হবে
আর যারা মা হারা, তাদের কষ্ট টা ও জেগে উঠবে না।
- আরে চু....নির পুত,
নিজের মাকে তো জন্মের সময় খেয়েছিস
তাই অন্য কারো সুখ তোর সহ্য হয় না।
জিবনটা নাটক, সিনামা না যে,
মায়ের কপালে চুম্মা খাইতে অইবো...
( রাগে গজ গজ করতে করতে প্রস্থান)
.
.
.
.
.
.
.
.
আসুন
সবাই ঘটা করে " মা দিবস" পালন করি,
আর সুযোগ পেলে ই,
একে অপরের মাকে তুলে গালি দেই।
.
.
.
.
.
.
.
.
.
বি: দ্র: যারা প্রোপিক সাজিয়েছেন, আমি তাদের বিরুধীতা করছি না।
শুধু বলবো, নিজের মাকে ভালোবাসার পাশাপাশি
অন্যের মাকে ও সম্মান দিতে শিখুন।
তকদীরের উপর কারো কোন হাত নেই,
এর জন্য কাউকে দোষারোপ করা অবশ্যই ঠিক নয়।
( অস্লিল বাক্যের জন্য দু:খিত)
বিষয়: বিবিধ
১৯৪৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু কথা হলো,
দিবসটি তারা ই পালন করবে, যারা সারাবছর
মা বাবাকে দেখা শুনা করে, ভালো ব্যাবহার করে,
সারা বছর নামাজ না পড়ে, লাইলাতুল কদর খুজে যেমন কোন লাভ নাই,:
বাংলা, ইংরেজি, অংকে ডাব্বা মেরে,
গার্হস্থ্য বিজ্ঞানে ১০০% নাম্বার পেলে ও তেমনি কোন ফায়দা নাই।
দিবস পালনের ব্যাপারে ও বিষয়টা তেমন ই।
শুনলাম অসুস্থ আপনি,
মহান আল্লাহ
আপনাকে সহ
সকল অসুস্থদের কে
এর বদলা দিন ও সুস্থ করে দিন,
আমিন
যাতায়ত নাইরে আপু, তাই বুঝে আসে নি, ,
সেদিন দেখলাম, এক ছেলে
সানি লিউন এর ছবি আপলোড করে ক্যাপশন লিখেছে, আমার সৎ মায়ের জন্য, মা দিবসের শুভেচ্ছা "
সে আবার বি: দ্র: লিখেছে,
হেটাররা হয়তো বলবে, আমি আমার মাকে অপমান করলাম,
কিন্তু আমি যে আমার বাবার ইচ্চাটা কে হাইলাইটস করলাম, সেটা কেউ বুঝিবে না "
এই বার বুঝো, উজবুক থুক্কু
ফেইস বুকে কত কি ঘটে।
আমি তো মাঝে মাঝে সন্দেহের মাঝে পড়ে যাই,
ওরা কি আসলে ই মেয়ে নাকি! !:
কিন্তু এবাউট ,টাইম লাইন ঘেটে দেখি ছবি টবি দেয়া একদম রিয়েল আইডি।
মহান আল্লাহ
তাদের হেদায়েত করুন আমিন।
মহান রব আপনাকে উত্তম প্রতিদান দিন। সুন্দর লিখাটির জন্য।
জাঝাক আল্লাহ খাইরান
এখন যেন তা পানি ভাত।।
আমাদের পাশের বাসায় একটি ছেলে নেশা টেশা করে, মাঝে মধ্যে টাকা না পেলে, সে তার মাকে এমন অকথ্য ভাষায় গালাগালি করে
এমনকি গায়ে ও হাত তুলে।
খুব খারাপ লাগে দেখেতে।
মহান আল্লাহ
আমাদের সবাইকে
সকল মন্দ থেকে হেফাজত করুক
আমিন
ব্লগের যে কি হলো,
নোটিফিকেশন দেখাতে কেন যে এত্ত
কিপটেমি করে
আসছে ২০শে জুন সেহরীর ফজিলত বিষয়ক লিখাটি পোষ্ট করার বিনীত অনুরোধ রইলো আপু।
৮জুন ছিলো না, বিষয়টা???
প্লেন কি চেইঞ্জ হয়েছে??
ইসস,, আপুনি
এমনিতে ই আমি, আগা - মাথা কিছু একটা লিখতাম হয়তো, কেন যে এত জ্ঞানী লোকদের ভিতরে আমাকে ফেললেন, আমি এখন সব গুলিয়ে ফেলতেছি
এমনি তে ই আমি,
গোনায় ধরার মত কেউ না, তারপর ও এই আয়োজন এ নিজের নাম দেখে খুব ছোট ছোট লাগছে।
আসছে ২০শে জুন সেহরীর ফজিলত বিষয়ক লিখাটি পোষ্ট করার বিনীত অনুরোধ রইলো আপু।
মন্তব্য করতে লগইন করুন