সোনার বাংলা শ্মশান যেন

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৮ এপ্রিল, ২০১৬, ০৭:৫৮:০৬ সন্ধ্যা

সময়টা যে বড়ই কঠিন বাংলাদেশের তরে

সোনার বাংলার স্বপ্ন ভাঙ্গে সর্বনাশা ঝড়ে।

মৃত্যু হেথায় ছেলেখেলা নিত্য জমে বেশ ,

মানুষ খুনের মহোৎসবে নাচছে পুরো দেশ।

সরকারি লোক বেজায় খুশি টাকার পাহাড় দেখে ,

রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান হয় ধ্বংস একে একে।

বাকশালীদের উদোম নাচে কাঁপছে পায়ের তল ,

ফান্দে পড়ে দেশপ্রেমিক আজ হারায় মনোবল |

দিনে দিনে সোনার বাংলা হয় মহা শ্মশান ,

বাঁচতে হলে এক্ষুনি চাই লক্ষ জান কোরবান |

বিষয়: সাহিত্য

৮৬০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364993
০৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : আপন জানের দাম জানে সব
কেউ চায়না দিতে,
জন সাধরণ জীবন হারায়,
মন্ত্রী কাটে ফিতে৷
গরীব মানুষ পায়না খেতে,
পায়না ওষুধ পানি,
টাকার পাহাড় গড়ছে কারা,
হচ্ছে জানা জানি৷
365000
০৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩১
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ, আপনি তো সুন্দর কবিতা লিখতে পারেন। তাহলে কবিতাই লিখুন।
365006
০৮ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৬
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File