বুখারী শরিফ: হাদিস নং ৯৭-৯৮;
লিখেছেন লিখেছেন saifu islam ২৪ মে, ২০১৬, ০৬:৩০:১২ সন্ধ্যা
হাদিস ৯৭ মুহাম্মদ ইব্ন সালাম (র) ……… আবূ বুরদা (র), তাঁর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ তিন ধরনের লোকের জন্য দুটি সওয়াব রয়েছেঃ (১) আহলে কিতাব—যে ব্যক্তি তার নবীর ওপর ঈমান এনেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ঈমান এনেছে। (২) যে ক্রীতদাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হকও (আাদয় করে)। (৩) যার একটি বাঁদী ছিল, যার সাথে সে মিলিত হত। তারপর তাকে সে সুন্দরভাবে আদব-কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালভাবে দীনী ইলম শিক্ষা দিয়েছে, এরপর তাকে আযাদ করে বিয়ে করেছে; তার জন্য দুটি সওয়াব রয়েছে। এরপর বর্ণনাকরী আমের (র) (তাঁর ছাত্রকে) বলেন, তোমাকে কোন কিছুর বিনিময় ছাড়াই হাদীসটি শিক্ষা দিলাম, অথচ এর চাইতে ছোট হাদীসের জন্যও লোক (দূর-দূরান্ত থেকে) সওয়ার হয়ে মদীনায় আসত।
★
হাদিস ৯৮ সুলায়মান ইব্ন হারব (র) …….. ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (সাঃ)কে সাক্ষ্য রেখে বলছি, অথবা পরবর্তী বর্ণনাকারী ‘আতা (র) বলেন, আমি ইব্ন আব্বাসকে সাক্ষী রেখে বলছি যে, নবী করীম (সাঃ) (ঈদের দিন পুরুষের কাতার থেকে) বের হলেন আর তাঁর সঙ্গে ছিলেন বিলাল (রা)। রাসূলুল্লাহ্ (সাঃ) মনে করলেন যে, দূরে থাকার কারনে তাঁর ওয়ায মহিলাদের কাছে পৌঁছে নি। তাই তিনি (পুনরায়) তাঁদের নসীহত করলেন এবং দান-খয়রাত করার উপদেশ দিলেন। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিয়ে দিতে লাগলেন। আর বিলাল (রা) সেগুলি তাঁর কাপড়ের আচঁলে নিতে লাগলেন। ইসমা‘ঈল (র) ‘আতা (র) সূত্রে বলেন যে, ইব্ন আব্বাস (রা) বলেনঃ আমি নবী (সাঃ)কে সাক্ষী রেখে বলছি।
বিষয়: বিবিধ
৯১৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন