কারো কাছে স্যার আমি কারো কাছে ছার
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৪ মে, ২০১৬, ০৭:৪১:৩২ সন্ধ্যা
কারো কাছে চাচা আমি কারো কাছে মামা
কেউ তোলে আকাশে, কেউ বলে, নামা!
কারো দুলাভাই আমি কারো কাছে শালা
কেউ দেয় সুখছায়া, কেউ দেয় জ্বালা!
কারো কাছে হিরো আমি কারো কাছে জিরো
কেউ ভাবে নেপোলিন, কেউ ভাবে নিরো!
কারো মাথার বোঝা আমি কারো দামী এ্যাসেট
কেউ ভাবে নিউ সিডি, কেউ ওল্ড ক্যাসেট।
কারো কাছে স্যার আমি কারো কাছে ছার
কেউ দেয় উড়াচুমু, কেউ ধরে ঘাড়!
কারো চোখে বালি আমি কারো মুখে ভাষা
কেউ বানায় পাগল, কেউ বলে, চাষা!
কারো কাছে বন্ধু আমি কারো কাছে বন্দুক
হতে চাইছি সবার কাছে নিজেই নিজের নিন্দুক
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জনরোষ থেকে বাঁচার জন্য যে উনি কানে ধরেছেন এটা একেবারে ফেলা যায় না।
মন্তব্য করতে লগইন করুন