কান-ধরা

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ২৪ মে, ২০১৬, ০৬:২১:২৫ সন্ধ্যা

যে শিক্ষক লুটিয়ে পড়ে মন্ত্রীর পায়ে

এমপির উঠ-বসে কেমনে যায় তার মর্যাদা খুয়ে ।

যার কপাল ধন্য হয় মন্ত্রীর পায়ের ধুলায়

এমপির শাসানিতে তার কিবা আসে যায়।

এই সব কিছু বান-ভনিতা করুণা পাওয়ার চলনা

সুযোগ-সুবিধা পেতে মন্ত্রীর পায়ে ধরনা।

তলে তলে সেলিম উসমান যার ভগবান

কান ধরে প্রতিবাদে অক্ষত রইবে না শিক্ষকের মান ।

এই সব প্রতিবাদীর শিক্ষকের মান রক্ষায় নাই দৃষ্টি।

আসলে আল্লাহকে গালি দেওয়ায় কান-ধরা রোগের সৃষ্টি।

প্রতিনিয়ত কত শিক্ষক লাঞ্ছিত হয়

কারো জামা ছেঁড়া হয়, কাউকে বেড়ক পেটায়

তখন প্রতিবাদীরা যায় কোথায়?

শিক্ষকের আড়ালে নাস্তিক চাষে এই প্রতিবাদ

আল্লাহদ্রোহীর প্রতি করুনায় নিন্দাবাদ।

নাস্তিক-মুরতাদের নিন্দা থেকে

আল্লাহ-রাসূল ইসলাম মুক্তি পাক

নাস্তিকতা নিপাত যাক।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370004
২৪ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
হতভাগা লিখেছেন : কান-ধরা এখন পুরনো বিষয় , নতুন ট্রেন্ড এসছে পায়ে মাথা ঠেকানো । সবই ভক্তবাবুর পলিটিক্স ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File