সব দোষ কেন নন্দ ঘোষের কাঁধে..??

লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ২৪ অক্টোবর, ২০১৫, ০৯:১১:২১ রাত

"সব দোষ নন্দ ঘোষ" প্রচলিত প্রবাদের অর্থ আগে না বুঝলেও বর্তমান সরকারের মন্ত্রীদের খেয়লীপনা বক্তব্যে কারনে এখন বুঝতে পেরেছি নন্দ ঘোষের এতো দোষ কেন।দেশে যাহাই ঘটূক না কেন তা সম্পর্কে কিছু না জেনে মহাশয়রা এমন সব মন্তব্য করবেন যেন এনাদের বলেই কর্তা কর্ম করে।এই তো কদিন আগে নিহত জাপানী নাগরিক হোসিও কোনিকে বাংলাদেশের নাগরিক ও আলুর ব্যবসায়ী বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম(সূত্র:যমুনা নিউজ)।দুজন বিদেশী নাগরিক দুর্বৃত্ত কর্তৃক খুন হলে সরকারের টনক নড়ে।তদন্ত হোক বিচার হোক এই দাবি নিয়ে বলছি দঃ আফ্রিকায় ছয় মাসে নিহত উনত্রিশ জনের বিচারের কি কোন খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাছে আছে;জাতি জানতে চায়।যখনই দেশে কোনো বিছন্ন ঘটনা ঘটে আর মুহূর্তেই সেই দোষ দেওয়া হয় সরকার বিরোধীদের ঘাড়ে।সোজা সাপ্টা বিএনপি কিংবা জামাত-শিবিরের কাঁধে।আর দোষীরা দোষাদোষীর ফাকে সটকে পরে।পরে কোনো ম্যাংগো পিপলকে ধরে বলা হয় প্রধানকে গ্রেফতার করা হয়েছে।তারপর....!আবার কি বাংলা সিনেমার ছক বাধা কাহিনীর মতো একই ঘটনার পুনরাবৃত্তি,একই সংলাপ বারংবার।জাতি এ সিনেমা দেখতে চায় না।দোষী যেই হোক না কেন দোষ প্রমাণ করে দোষী বলুন।মনগড়া বুলি বাদ দিন।

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347064
২৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


মন্ত্রীদের এসব কথা শুনে ঘোড়া-গাধাও হাসে

347069
২৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তদন্ত করার থেকে দোষ চাপান সোজা!
347081
২৪ অক্টোবর ২০১৫ রাত ১০:১৫
মোশারফ রিপন লিখেছেন : আবু সাইফ,ওয়ালাইকুম আস সালাম;ঘোড়া-গাধা হাসে...??আমরাও হাসি...গোপনে....!!
347082
২৪ অক্টোবর ২০১৫ রাত ১০:১৭
মোশারফ রিপন লিখেছেন : সবুজ সাহেব,বর্তমান সরকার দোষারোপ করতে পারদর্শী ভাবনার চেয়ে বেশি...?
347106
২৫ অক্টোবর ২০১৫ রাত ০৩:৩৬
শেখের পোলা লিখেছেন : অপদার্থরাই নিজের ব্যর্থতা ঢাকতে এমন বাঁধা গৎ ব্যবহার করে৷
347138
২৫ অক্টোবর ২০১৫ দুপুর ০১:২৫
মোশারফ রিপন লিখেছেন : যথার্থ বলেছেন শেখের বেটা....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File