এক জন কুমারী মাতা
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ১৫ আগস্ট, ২০১৫, ১১:০৭:৩৯ রাত
বয়স কতো হবে বারো কিংবা তের।এখনো প্রাইমারি স্কুলের গন্ডি পারি দেয় নি।বয়স এক্কেবারে পুতুল খেলার।কিন্তু পুতুল নয় আস্ত একটা জীবন্ত পুতুল নিয়ে হাসপাতালে বেডে শুয়ে আছে কুমারি মা শাহিদা॥
যে বয়সে বান্ধবীদের সাথে কানামাছি খেলার কথা সে বয়সে অনিশ্চিত জীবনের সাথে কানামাছি খেলছে শাহিদা।এত্তো টুকুন মেয়ে দেখলে যেখানে মায়া জন্মায়,তাতে কেমন করে লোলুপ দৃষ্টি পড়ল বিকৃত রুচিমনা জাকিরুলের।আমি ব্যক্তিগত ভাবে এই ছেলেকে দু-একবার দেখেছি মনে হয়।কিন্তু তার চেহারায় এমন কোন রেখা আমি দেখতে পাইনি।তাহলে কি ওটা শয়তানের দূত রুপ।
নিউজ পোর্টাল গুলোর খবরে জানলুম,বুধবার নাকি ধর্ষিত শাহিদা সন্তান প্রসব করেছে।শিশুর কোলে শিশু।এ শুধু রুপকথা মানায়।রুপকথাই কি বাস্তব হলো শাহিদা জীবনে।গরীব পিতা রিকশা চালায় ঢাকা,মা মানসিক ভারসাম্যহীন।আর এই সুযোগ কাজে লাগিয়ে একটা শিশুকে দিনের পর দিন ধর্ষণ করে এই চরিত্রহীন জাকিরুল।ঘটনা গোপন রাখতে মোটা টাকার প্রলোভন।টাকা দিয়ে মনুষত্ব কেনার অধিকার কে দিয়েছে শুনি ।
মানবতা চায় সদ্য ভূমিষ্ট শিশুর পিতৃপরিচয় আর আমরা চাই দৃষ্টান্তমুলক শাস্তি॥
বিষয়: বিবিধ
১০৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন