হায় বাক স্বাধীনতা,তুমি আমার হলে না

লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ১২ আগস্ট, ২০১৫, ১০:২৮:৩৯ রাত

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে বাংলাদেশ মহামান্য আদালত।প্রধানমন্ত্রী বলে কথা,তথ্য প্রযুক্তি আইন শুধু প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই যথাযথ প্রয়োগ হয়।বাক স্বাধীনতার জন্য ওনারা জোর গলায় কথা বলে আবার আমরা বললেই গলা চেপে ধরে।

ধুর?উনি প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে সমালোচনা করা যে বাক স্বাধীনতা এ কথা কে বলছে।বাক স্বাধীনতা হলো ইসলাম ধর্ম নিয়ে বেখেয়ালী কথা লেখা এবং বলা।কোটি কোটি মুসলিমদের বিশ্বাসের উপর আঘাত হানার নাম বাক স্বাধীনতা।ইসলাম বিদ্বেষী কথা বললে ওনারা প্রগতিশীল ও সংস্কারক আর উনাকে নিয়ে কিছু বললেই রাষ্ট্রদ্রোহী।

হায় বাক স্বাধীনতা॥

তুমি নাস্তিকের হলেও আমার হলে না।

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335524
১২ আগস্ট ২০১৫ রাত ১০:৫৪
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
335534
১৩ আগস্ট ২০১৫ রাত ১২:১৬
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : আজ্ঞে, মামলা আপনার টাও রেডি হচ্ছে!
335544
১৩ আগস্ট ২০১৫ রাত ১২:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাক স্বাধিনতা শুধু ইসলামের বিরুদ্ধে।
336016
১৫ আগস্ট ২০১৫ রাত ১১:০৫
মোশারফ রিপন লিখেছেন : ধন্যবাদ,চোথাবাজ,মাকসুদুর রহমান,রিদওয়ান কবির সবুজ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File