ধর্ম কি শেখায়,আমরা কি শিখি
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ০৭ আগস্ট, ২০১৫, ১১:০৭:৪৮ রাত
কোনো ধর্ম আমার মতে সাম্প্রদায়িকতা শিক্ষা দেয় না।অনেকেই আমার সাথে সহমত পোষণ করবেন যে,ধর্ম না থাকলে সমাজে কি অরাজকতা সৃষ্টি হতো।কোনও ধর্ম মানুষকে অন্যায় পথে চলার পরামর্শ দেয় না। ধর্মের শিক্ষাসূচিতে কোন সমাজ গহির্ত কাজ কে মূল্যায়ন করার উপদেশ দেয় না।তাহলে কেন এতো ধর্ম বিদ্বেষ?যদি কোন ধর্ম ভুল শিক্ষা না দেয় তাহলে কেন অহেতুক ধর্মের ভুল ধরে সমাজে কারো বিশ্বাসকে হেয় করা হয়।
ধর্মের সঙ্গানুসারে ধর্ম ব্যক্তিগত বিশ্বাস।তাহলে কেন আপনি নিজের বিশ্বাস প্রতিষ্ঠিত করতে অন্যের বিশ্বাস কে খাটো করবেন।কারো বিশ্বাসে আঘাত দেওয়ার নাম কি মুক্তমনা বিজ্ঞানমনা।
আপনি আস্তিক হোন আর নাস্তিক হোন,আল্লাহ-ভগবান-যীশু কিংবা অন্য কোন স্রষ্টাতে বিশ্বাস করুন না কেন এটা আপনার নিজস্ব বিশ্বাস।কি দরকার নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের বিশ্বাসকে হেয় করা।
নিজ বাসার সামনে রাজীব খুন,কাজ শেষে ফেরার পথে ওয়াশিকুর খুন,সিলেটে অনন্ত খুন,পাবলিক প্লেসে অভিজিত খুন আর আজ নিলয় নীল খুন সব খুনের একই সুত্র।ব্যক্তিগত মতবাদ প্রকাশ করতে গিয়ে অন্য কারো বিশ্বাসকে তুলোধনা করা।
সকল ধর্ম বিশ্বাস কিংবা ব্যক্তিগত বিশ্বাসে শ্রদ্ধাশীল হলেই সম্ভব এই হানাহানি বন্ধ করা।
বিষয়: বিবিধ
৮৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন