হস্তমৈথুন ||ইসলাম কি বলে..??
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ০৬ আগস্ট, ২০১৫, ১২:২৮:১৬ রাত
হস্ত মৈথুন বলতে হাত দ্বারা মৈথুনকে বুঝায়।অর্থাৎ হাতকে কোন মেয়ের যোনী হিসেবে কল্পনা করে লিঙ্গ সঞ্চালন করে বীর্যপাত
ঘটানো বুঝায়।বীর্যপাতের পর
বলে হায় হায় এটা করা ঠিক হয়নি...!
হযরত জাবির(রাঃ)বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ইরসাদ করেন,“কত নিকৃষ্ট ঐ ব্যক্তি,যে হাতের
সাথে হস্তমৈথুন করে।”
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস(রাযিঃ)এর মজলিস শেষে একদিন সবাই চলে যাওয়ার পর এক যুবক বসে রইলো।হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)তাকে জিজ্ঞেস করলেন_
তোমার কী চাই?
সে বললো,আমি একটা মাসআলা জিজ্ঞেস করতে চাই।আগে লোক লজ্জার কারণে বলি নাই।
তিনি বলেন,আলেমের কাছে অকপটে যেকোনো মাসআলা সম্পর্কে বলতে পারো।
সে বললো,আমি যুবক মানুষ, আমার কোন স্ত্রী নেই তাই হস্তমৈথুন দ্বারা যৌনক্ষুধা নিবারণ করি।এটা কি গুনাহ?
আবদুল্লাহ ইবনে আব্বাস(রাযিঃ) এ কথা শুনে চেহারা ঘুরিয়ে ফেললেন এবং বললেন, ছি! এর চেয়ে তো বাঁদীর সাথে বিয়ে করে নেয়াই তোমার জন্যে শ্রেয়।
সুতরাং বুঝা গেলো যে হস্তমৈথুন হারাম।
বিষয়: বিবিধ
১৮৯৩ বার পঠিত, ৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মহামারীর মতই ছড়িয়ে পড়ছে অগোচরেই অনেকের মাঝে!
বিষয়টা নিয়ে আরেকটু তথ্যব হুল আলোচনার প্রয়োজন ছিল!!
(আপনার কথা ঠিক রাখতে প্রতিমন্তব্যের ঘরেই লিখলাম দু'এক শব্দ!)
কিভাবে বুঝা গেল তা বুঝলাম না!!
এ বিষয়ে শীর্ষ ঈমামগণেরও মতভিন্নতা রয়েছে!
শরয়ী ইখতিয়ারের দৃষ্টিকোন থেকে বলতে চাই-
আল্লাহতায়ালা তাঁর কিতাবে বা রাসূলেরﷺ মাধ্যমে যা হারাম করেন নি পরবর্তীকালে অন্য কেউ তা হারাম করতে পারেন না!
উদাহরণঃ
(১)ধূমপান "হারাম" ঘোষণা করে হয়েছে, কিন্তু খোদ মক্কা-মদীনাতেও তা কার্যকারিতা পায়নি!
(২)জর্দা তামাক ইত্যাদির কথা তো বলাই বাহূল্য
আরো অনেক বলা যায়!
হস্তমৈথুন একটি চরম নিন্দিত গর্হিত স্বাস্থ্যহানিকর মন্দকাজ, কিন্তু হারাম নয়!
[নিরূপায় অবস্থায় হারাম খাদ্যগ্রহন কিম্বা ভিক্ষাবৃত্তি ও তালাক-এর সাথে তূলনীয়]
আল্লাহতায়ালাই ভালো জানেন!!
মন্তব্য করতে লগইন করুন