আমরা কি শুধুই আনন্দিত
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ২৭ জুন, ২০১৫, ০৮:১৮:২৫ রাত
দেশ যখন ভারত জয় নিয়ে মাস্তিতে আপ্লুত ঠিক তার উল্টো পাশে নাশাকা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে নায়ক আঃ রাজ্জাকের চোখের জল ঝরে।কেউ কি সে খবর রাখে কেমন আছে বাংলার অকুতোভয় নির্ভীক সিমান্তের অতন্দ্র প্রহরী রাজ্জাক।পররাষ্ট্রমন্ত্রীর সান্তনামূলক কথাবার্তায় মন যে বোঝেনা।চোরের মতো হাতকড়া পরিয়ে রেখেছে বাংলাকে তাও উনি বলছেন সামান্য ভুল বোঝাবুঝি.
বাহ!ভালো পারেন আপনারা;
শাক দিয়ে মাছ ঢাকতে।
কিন্তু কতকাল চলবে আপনাদের এই চরনতলে চলা।
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন