রম্য রচনাঃ ডাক্তার চেনার সহজ উপায়
লিখেছেন লিখেছেন শুভ কবি ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৩:২৪ দুপুর
কিছুদিন আগে হোম টিউটর নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করার পর অনেকেই কে কোন রোগের ডাক্তার সেটা কিভাবে চেনা যাবে এটা নিয়ে অভিজ্ঞতা জানতে চেয়েছে :P
যাই হোক,বছর খানেক আগে বন্ধু মিশু "পথিকে" ডাক্তার চেনার উপায় নিয়ে একটি ব্লগ লিখেছিল। সেটাই আমি মডারেট করলাম নিজের ভাষায়
আপনি হাসপাতালে গিয়েছেন ডাক্তারের চেহারা দেখলেই বুঝবেন সে কোন রোগের ডাক্তার । সেজন্য রইল বিশেষ কিছু টিপস-
গলায় ঝুলানো স্ট্যাথ সেই সাথে কুজো হয়েছে পিঠ, শার্টের ইন প্যান্ট থেকে বেড়িয়ে আসবে আসবে ভাব, মুখে হাসি নেই ( দেখলেই মনে হবে বউয়ের সাথে ঝগড়া করেছে) দেখলেই চোখ বন্ধ করুন এবং ধরেই নিন তিনি মেডিসিনের ডাক্তার
যদি দেখেন কোন ব্যাটা ডনের মতো হাটতাছে,চিল্লাইয়া চিল্লাইয়া কথা বলতাছে, এমন একটা ভাব যে সে হাসপাতালের বাদশা ,অন্যান্য ডাক্তার সহ কলেজের প্রিন্সিপাল পর্যন্ত তারে সালাম দিয়া চলে, হে হে তাহলে বুঝবেন, তিনি সার্জন :-P
যদি দেখেন কোন মেয়ে(আপু) সামান্য মাঝ বয়সি মহিলা,একটা এপ্রন পরে ও পকেটে নানান টাইপের হাবিজাবি জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং চটচট করে কথা বলছে- তাইলে বুঝবেন ওইটা আমাদের গাইনি চিকিৎসক
এরপর যদি দেখেন কোন লোকের প্যান্ট,শার্ট, জুতো ইত্যাদিতে সাদা পেস্ট এর মতো জিনিস লেগে আছে,সবসময় একটা বিরক্তির ভাব,মেজাজ খিটখিটে তাকে দেখে পেইন্টার মনে হলেও তিনি আসলে হাড্ডি-গুড্ডির মানে অর্থপেডিক্স এর ডাক্তার
যদি হাসপাতালে মিশ্র এটিচুডের লোক দেখেন যাদের মেজাজে কখনো মেঘ আর কখনো বৃষ্টি আর কিছুই ভাবতে হবেনা উনি পেডিট্রেসিয়ান মানে শিশু ডাক্তার।
হসপিটালে কিছু লোক পাবেন যাদের দেখলে মনে হবে কাজ কর্ম নেই। কেবল একে অন্যের সাথে গল্প করাই যেন তার প্রধান কাজ অকারন চিল্লাচিল্লি করছে আর কিছুক্ষন পর পর খালি খাচ্ছেন :Pএরা হল ম্যাডিকেলিও অজ্ঞান পার্টি, মানে এনেস্থেটিস্ট।
এবার যাদের দেখবেন তারা অল্প বয়সের কিছু ছেলে মেয়ে।ময়লা সাদা এপ্রন গায়ে,বড় বড় ডাক্তার দের পিছন পিছন মিছিলের মত হাটছে অথবা অল টাইম দৌড়ের ওপরে আছে অথবা সব সময় সিস্টার/ব্রাদারদের সাথে কিছু না বুঝে চিল্লাচিল্লি করছে আর কতক্ষন পর পর বড় স্যার রা এসে ঝাড়ি দিতেছে :P হে হে হে,তারা মেডিক্যাল কলেজের প্রাণ ইন্টার্ন ডক্টর।
ইতি টানছি শেষ ক্যাটাগরিতে যারা আছে তারা হল,শান্ত,স্মার্ট,নরম-সরম কোন লোক যে সুন্দর ভাষায় আপনার সাথে কথা বলছে,ধপ-ধপে সাদা একটা এপ্রন গায়ে দিয়ে রেখেছে, আর ঠোঁটের কোনায় সব সময় হাসি লেগে আছে ,হা হা হা !:#P তারা ডাক্তার না,অভিনেতা। কারন এমন ডাক্তার শুধু পেপসুডেন্ট/ কোলগেট এর বিজ্ঞাপনেই দেখা যায় =p~
বিষয়: বিবিধ
১৮৯৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ এরা ওয়ার্ড বয় , ৩য়/চতুর্থ শ্রেনীর কর্মচারী । এবং এদের চাকরি নন-ট্রান্সফারেবল । হাসপাতালে এদের দাপট ব্যাপক।
প্রিন্সিপাল ও প্রফেসরদের যদি থাপ্পড় মারে তাহলেও উনারা রা করবেন না বরং আরেকটা যাতে মারে সেজন্য গাল বাড়িয়ে দেবেন । কাব যাব করলে ট্রান্সফার হয়ে যাবেন ।
ভালইতো লিখলেন, তা এখন যে ডাক্তার না হয়েও ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করে যাচ্ছে তাদের চেনার কি উপায় ?
আপনি কোন ক্যটাগরির ?
ইবনে সিনায় গিয়েছিলাম, খুবি সুন্দর পরিবেশ। সবচাইতে ভালো লেগেছে ওখানের কর্মরত সব বওনেরা বোরখা ও নিকাব ব্যবহার করেন ! এত শান্তি লেগেছে দেখে !
তবে এসিস্ট্যান্ড দের দেখলাম উনারা এমন গোমড়া মুখ করে ডিউটি পালন করেন , কথা বলেন মনে হয় যেনো উনাদের মারধোর করে ডিউটিতে পাঠানো হয়েছে!
ইতালিতে ভিন্ন পরিবেশ পাই, ডাক্তার ,নার্স এতো আন্তরিকতা নিয়েঘাসি মুখে কথা বলেন যে রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়!
শেষহে বলবো রোগীদের ডাক্তারদের প্রতি যে পরিমাণ আস্থা ও শ্রদ্ধা থাকে আশাকরি সকল ডাক্তার উনাদের মহান পেশায় সেবারত থেকে সেই আশাপূরণ করবেন!
শুকরিয়া!
ডেন্টিস্ট আর ফিজিওথেরাপিষ্ট চিনব কেমনে??
মন্তব্য করতে লগইন করুন