শুভ্র জাতি কিভাবে পাব মননে যদি কৃষ্ণতা পুষি???
লিখেছেন লিখেছেন শুভ কবি ০৫ আগস্ট, ২০১৫, ০৪:১৩:৪২ বিকাল
রেনেসা ব্যান্ডের শহীদ মাহমুদ জঙ্গির লিখা," আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে,
আমরা তার তরে একটি সাজানো বাগান চাই " গানটি যখন বুঝ বালক হবার আগে শুনতাম তখন মনে হত, এদেশ আর এদেশের মানুষ মনে হয় এই গীতিকথার মতই সুন্দর।
দুদিন আগে একটি পত্রিকার সমীক্ষায় পড়লাম,এদেশের ৬০% শিশু ( ছেলে-মেয়ে উভয়ই) কোন না কোন উপায়ে বিকৃত যৌনতার শিকার হয় এবং সেটা হয় তার চারপাশের পরিবেশের মানুষ দ্বারাই।
এক সময় মিডল ইস্টে উটের জকি হিসাবে শিশুদের ব্যবহার করা হত ( এখনো হয়, তবে অনেক কম) আর এদেশের সুশীল সমাজ তখন সেইসব দেশগুলোর মানবিকতা-হিউমানিটি, নৈতিকতা নিয়ে বুলি ফলাতাম।
অথচ নিজ দেশেই আজ বিকৃত যৌনতায় রাজি না হওয়ায় চোর সাজিয়ে রাজনকে হত্যা করা হয়, গ্যারেজের কাজ ছেড়ে দেয়ায় কাউকে হত্যা করা হয় তাও আবার মধ্যযুগীয় স্টাইলে, যে গ্যাস দিয়ে গাড়ির টায়ারে বাতাস দেয়া হয় সেই গ্যাস পায়ুপথে ফুকে মানুষ হত্যা!!! হাউ ক্রুসিয়াল!!!!!
আপনারা শিশুদের স্কুল ছুটি দিয়ে শাহবাগে নিয়ে গিয়ে "একটা দুইটা _ ধর, ধইরা ধইরা জবাই কর" , " ফাঁসি চাই" আর বিজ্ঞাপনে " ব্যাম্বু ইজ অন", " বাশ ঢুকিয়ে দাও" বুলি শিখাবেন তাহলে যে জাতি তৈরি হবে তার কাজ থেকে কি করে মনুষ্যত্বমূলক আচরণ আশা করবেন?????
আমাদের অভাগা জাতি করছে সেটাই যেটা আমাদের সমাজ মননে ঢুকিয়ে দিচ্ছে। আমরাতো হৃদয়ে কর্কষতা ছাড়া আর কোমলতা পুষছিনা। তাই এ সমস্ত বিকৃত কাজ যে আমাদের ঐসব হিংসাত্মক চেতনারই ফসল সেটা মেনে নিতে আপত্তি কই???
শুভ্র জাতি আর বিকৃত চিন্তাবিহীন সমাজ কখনোই তৈরি হবেনা যদিনা আমাদের মননকে না পাল্টাই।
আমরা মুখে বলি, " জবাই কর", " ফাঁসি দাও", বাশ ঢুকাও" আর চাই সুন্দর সমাজ সেটা চাওয়া আর বলার বিস্তর ফারাকের মাঝেই বন্দি।
তাই লিখা শুরুর গীতিকথার রূপটাও বদলে হবে-
আজ যে শিশু
পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার পাছায় বাশ ঢুকিয়ে দিতে চাই.........
আজ যে শিশু
মায়ের হাসিতে হেসেছে
আমরা তার মুখে ফাঁসি চাই আর জবাই কর
চেতনা দেখতে চাই...........................
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/11191/Shuvokobi/68097#.VcnHUPmqqko
মন্তব্য করতে লগইন করুন