পৌরুষত্বের সাথে মনুষ্যত্বও জেগে উঠুক

লিখেছেন লিখেছেন শুভ কবি ২৬ জুলাই, ২০১৫, ১১:১৬:৪৭ রাত

প্রথমেই আমার নিজ পরিচয় দিয়ে নিই, আমি একজন চিকিৎসক।আউটডোর ইমারজেন্সীতে ডিউটি দিচ্ছিলাম।মুখভরা পান নিয়ে এক বয়স্ক রোগী এল। সমস্যা কি জানতে চাইতে বলল, " নাতি, আমার ডাটিতে সমস্যা :P "

তার বয়স ৭৪ । আমি বললাম, "দাদাভাই, বয়স হয়ে গেছে ডাটি আর কতদিন হাতির মত থাকবে Winking একেওতো বয়সের ভার নিতে হবে নাকি Winking "

কিন্তু রোগী দাদার আমার চেতনার জোড় বাড়াতেই হবে। কারন হিসাবে জানলাম,তিনি সদ্য পঞ্চম বিবাহ করেছেন। সাথে তার নতুন বউকেও নিয়ে এসেছেন। ১৮/২০ বছর বয়সের সুন্দরী তরুণী ( হয়ত বাবা গরীব ছিল বলে এই বুড়া ধামের গলায় ঝুলিয়ে দিয়েছে বা অন্য কিছুও হতে পারে জানতে চাইনি ) মেয়েটা আমার সামনেই কেদে দিল। তার একটিই কথা ছিল" আমি মা হতে চাই"

এই কেস বিশেষ করে অসহায় মেয়েটার জন্য সত্যিই খারাপ লাগছিল। সামাজিক অবক্ষয়ের পিছনে এইসব এলসি(লুজ ক্যারেক্টার) পুরুষেরা কম দায়ী নয়। অনেকে হয়ত তার বুড়া বয়সের দেখভালের কথা বলবে কিন্তু আমি বলব,এই বয়সে পঞ্চম বিয়ে করা নেহাতই লুচ্চামি আর নতুন দেহের রুপ দেখা ছাড়া আর কিছুই নয়।

পুরুষ কেবল পরশেই পুরুষ নয় পুরুষ হতে হলে পৌরুষত্বের সাথে মনুষ্যত্ব প্র্য়োজন।

শেষ করছি কোরআনের একটি আয়াত দিয়ে,"তোমরা যতই চেষ্টা কর না কেন একাধিক স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে কখনওই পারবে না; সুতরাং তোমরা কোন একজনের দিকে ঝুঁকে পড়িও না এবং অপরকে ঝুলানো অবস্থায়ও রেখ না। যদি তোমরা নিজদিগকে সংশোধন কর ও সাবধান হও তবে আল্লাহ ক্ষমাশীল,দয়ালু "( সূরা আন নিসা- ১২৯)

বিষয়: বিবিধ

১৩৬৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331831
২৬ জুলাই ২০১৫ রাত ১১:২৯
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : হায়রে!এ কি অবস্থ!
২৬ জুলাই ২০১৫ রাত ১১:৩৫
274055
শুভ কবি লিখেছেন : মনুষ্যত্ব জেগে উঠুক *-Happy
331840
২৬ জুলাই ২০১৫ রাত ১১:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তবে চাচার মনের জোর আছে বৈকি। Winking Winking এখন তো ৪০ বছরেই ডাটিতে সমস্যা।
২৭ জুলাই ২০১৫ রাত ১২:০৪
274057
শুভ কবি লিখেছেন : তা ভাই জবর বলেছেন Tongue
331904
২৭ জুলাই ২০১৫ সকাল ১০:২৭
হতভাগা লিখেছেন : ৭০ বছরের বুড়োকে ১৮-২০ বছরের মেয়ে বিয়ে করেছে বুড়োর টাকার জন্য । বুড়ে মারা গেলে বুড়োর টাকা তার হবে ।





আর মেয়েদের যদিও আগে বয়ঃসন্ধিকাল শুরু হয় তাদেরটা শেষ হয়ে যায় ৪৫ বছর বয়সে।

একজন পুরুষের বয়ঃসন্ধিকাল মেয়েদের তুলনায় দেরিতে শুরু হলেও সেটা ৮০-৯০ বছরেও অটুট থাকে.




পুরুষের দরকার সেক্স আর মেয়েদের দরকার টাকা । এখানে মেয়েদের কাছে পুরুষের বয়স কোন ফ্যাক্টর না । বরং বয়স বেশী হলে টাকাও বেশী হবে ।
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৬
274236
শুভ কবি লিখেছেন : দাদা মনে হয়, রেলমন্ত্রীর আর সৌদি বাদশাহদের উদাহরণে উজান টানলেন Winking যাই হোক, সর্বক্ষেত্রে আমরা যেন পশু না হই সেটাই আমলে নেয়া শ্রেয় Happy আমার ইঙ্গিত সেদিকেই Happy>-
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৭
274240
হতভাগা লিখেছেন : হুমায়ুন আহমেদ যে মেয়ের বান্ধবীকে বিয়ে করলো সেটা ঠিক আছে ।

আবার সুবর্ণা যখন হুমায়ুন ফরিদীকে ছেড়ে ছেলের বয়সী সৌদকে বিয়ে করে সেটাও ঠিক ।

এরা সুশীল , এরা যা করে সবই মনুষ্যত্বের প্রতীক ।

এমন কি বলা আছে যে ৮০ বছরের বুড়ো ১৮-২০ বছর বয়সের মেয়েকে বিয়ে করতে পারবে না ? করলে সেটা পৌরুষত্ব না হয়ে পশুত্ব হবে ?

সৌদি বাদশা আর রেলমন্ত্রীকে নিয়ে যত সমস্যা ।
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:৩০
274245
শুভ কবি লিখেছেন : <:-P
331907
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:০৩
মু নূরনবী লিখেছেন : আপনার সাথে একমত...

তবে ভাইজান বেশীরভাগ মেয়েরই মেন্টালিীট এখন যোগ্যতার মাপকাঠি অর্থবিত্ত...

এক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা মূখ্য।
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৬
274237
শুভ কবি লিখেছেন : আমাদের দৃষ্টিভঙ্গিও পাল্টাতে হবে Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File