রিংটোনের মজার অভিজ্ঞতা

লিখেছেন লিখেছেন শুভ কবি ২৫ জুলাই, ২০১৫, ০৯:৩১:৩৭ রাত



লোকাল বাসে করে আজ রাজশাহীর অদূরে পুঠিয়া গিয়েছিলাম। রাতে ভাল ঘুম হয়নি,তাই বাসে ঝিমুচ্ছিলাম।

এমন সময় "ও বন্ধু লাল গোলাপি কই রইলারে" গান শুনে ঝিমুনি কেটে তাকিয়ে দেখি, ব্যাটা হেলপার এই গান তার মোবাইলের রিং টোন দিয়া রাখছে। আল্লাহগো এত দেখি অলটাইম দৌড়ের উপর ১৮+ Winking এর হেলপার ভার্শন Cheer

একটু পর আবারো ঝিমুচ্ছিলাম। এবার রিংটোন " এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দিব" বাপুরে কি গানগো Winking যা ভেবেছিলাম তাই।গার্মেন্টস এ চাকরি করে এক আফায় তার মোবাইলে এই গান লাগাইছে Winking

এবার,হেলপারের সাথে টাকা নিয়ে এক উঠতি বয়সি ছেলের বিবাদ। ধমকি ধামকি চলছে।এইক্ষনে, সেই ছেলের মোবাইলে বেজে উঠল সেই জ্বালাময়ী ভাষণ," রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব......... " বুঝলাম,কেন তুমি হেলপারের সাথে হাফ ভাড়া নিয়া ফাইট লাগাইছো।

নাহ,এইসব রিংটোনে আর আমার ঝিমানো হলনা। পাশের ছিটে বসা দেবদাস মার্কা এক ছেলের সাথে কথা বলছিলাম। কথা বলে বুঝলাম ছেঁকা খাওয়া পাবলিক। তাই ভাবের দেবু বাবু হইছে। কবিয়াল ভাব। সেই কবিয়াল ভাব এবার স্পস্ট হল তার রিংটোন শুনে," অনন্ত,মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই,উপরে সবুজ ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত........... "

এতসব উদ্ভট রিংটোন শুনে ভাবছিলাম আচ্ছা,যারা এরকম আজব ধরনের রিংটোন এটাচ করে তাদের নিজেদের কাছে কি এগুলো একটুও উদ্ভট মনে হয়না????? কেমনে পারো ম্যান?????

পুনশ্চ: আপনার রুচি আপনার ভিতরের সত্ত্বাকে চেনিয়ে দেয়। দয়া করে রুচিকে মার্জিত করুন

বিষয়: বিবিধ

২১৮৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331568
২৫ জুলাই ২০১৫ রাত ০৯:৩৮
জোনাকি লিখেছেন : golpta valo laglo Happy
২৫ জুলাই ২০১৫ রাত ১০:১৭
273847
শুভ কবি লিখেছেন : ধন্যবাদ
331571
২৫ জুলাই ২০১৫ রাত ১০:০০
হতভাগা লিখেছেন : ' বাজান , রিং বাজতাছে । ফোনটা ধরো , ধরো ...... ও বাজান ....''

এই রিং টোনও আছে
২৫ জুলাই ২০১৫ রাত ১০:১৭
273848
শুভ কবি লিখেছেন : হাসলাম
২৬ জুলাই ২০১৫ বিকাল ০৫:২২
273966
চিরবিদ্রোহী লিখেছেন : "আব্বু জানো, আমাদের ঘন্টা পাখিটার না আজ মুসলমানি হইছে"- এগুলাও আছে।
331575
২৫ জুলাই ২০১৫ রাত ১০:০৫
মোঃ আবু তাহের লিখেছেন : মাঝে মাঝে কিছু রিং টোন শুনে নিজেরই লজ্জা লাগে।
২৫ জুলাই ২০১৫ রাত ১০:১৮
273849
শুভ কবি লিখেছেন : এমন বিড়ম্বনায় আমরা সবাইই কম বেশি পরি
331596
২৬ জুলাই ২০১৫ রাত ১২:০৬
মাটিরলাঠি লিখেছেন : বিড়ম্বনাটা চরম হয় উঠে, যখন বিষয়টা মসজিদের মধ্যে ঘটে।
২৬ জুলাই ২০১৫ রাত ১২:১১
273871
শুভ কবি লিখেছেন : মসজিদে যখন হয় তখন সেটি আর বিড়ম্বনায় থাকেনা,সেটা তখন বিরক্তিতে রূপ নেয় Tongue
331598
২৬ জুলাই ২০১৫ রাত ১২:৩৮
আবু জারীর লিখেছেন : পরি ব র্ত ন করলাম।
মোবাইল রাখমু মাগার রং টোন রাখমু না।
২৬ জুলাই ২০১৫ রাত ১২:৪২
273874
শুভ কবি লিখেছেন : :D/
২৬ জুলাই ২০১৫ রাত ১২:৪৬
273875
শুভ কবি লিখেছেন : :D/ পছন্দ হইল, কিন্তু মোবাইল আমরা সবাই প্রয়োজনেই ব্যাবহার করি। তাই জরুরী ফোন যেন টোনলেস থাকার কারনে মিসিং না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে Happy যাই হোক, নিজের রুচিকে মার্জিত করে প্রকাশ করলেই এই বিড়ম্বনা এড়িয়ে যাওয়া সম্ভব
331610
২৬ জুলাই ২০১৫ রাত ০১:৫৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রথমে একটি প্রশ্ন করে নিই!!! শুভ কবি কি নতুন ব্লগার নাকি পুরনো???


রিংটোন নিয়ে সবচেয়ে বেশি বিব্রত হতে দেখেছি মসজিদে..... নামাজ পড়া অবস্থায় কল এলো.... আমি পাথরে ফুল ফুটাবো ভালো-বাসা দিয়ে.... সাগরের ঢেউ থামাবো ভালো -বাসা... হি হি হি....
২৬ জুলাই ২০১৫ সকাল ০৮:১৩
273888
ছালসাবিল লিখেছেন : শুধুকি তাই, Smug হিন্দি গানের কথা বোললেন না Surprised সেটিও আবার বাজনা বাদ্য সহ Crying Broken Heart

মসজিদে গান বাজানোর কথা বললে একসময় মানুষ লাঠিদিয়ে পিটায়ে চামড়া তুলে লবণ দিবে এমন ছিলো, Surprised এখন মোবাইলে গান বাজে কিন্তু লবন দেয় না Crying ফাতাওয়া দেয় যে মোবাইল বন্ধ কোরবেন হাত দিয়ে Rolling on the Floor Tongue
২৬ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৬
273941
শুভ কবি লিখেছেন : এই নিকে টুডেতে লিখা দ্বিতীয় ব্লগ এটি Happy

আমার লিখা ব্লগের লিংক http://pothikblog.net/author/shuvokabi
331625
২৬ জুলাই ২০১৫ সকাল ০৮:১০
ছালসাবিল লিখেছেন : It Wasn't Me! Thumbs Down Hurry Up



Crying Broken Heart Bee Hypnotised D'oh Whew! Not Listening I Don't Want To See Smug Love Struck Tongue
২৬ জুলাই ২০১৫ সকাল ০৮:৫২
273893
হতভাগা লিখেছেন : ১০ মিনিটের ভিতরে ২ টা পোস্ট !!

এই ব্লগার বিশেষ কিছু - The special one / chosen one
২৬ জুলাই ২০১৫ সকাল ১০:০৬
273899
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিও স্কৃন সর্ট নিয়েছিলাম!! লেখকের প্রোফাইলে গিয়ে দেখি নতুন ব্লগ.... ভেবে নিলাম নতুন সুযোগ দেয়ার কারনে এমনটি হওয়েছে!!

২৬ জুলাই ২০১৫ দুপুর ১২:২৭
273918
ছালসাবিল লিখেছেন : MOney Eyes Don't Tell Anyone Smug Yawn Tongue
২৬ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৯
273942
শুভ কবি লিখেছেন : ইচ্ছে ছিল আমার পূর্বে লিখা ব্লগ থেকে একসাথে ১০০টি ব্লগ দিব Winking কিন্তু বরাত মন্দ দুইটা দিয়েই মডুর দুই ঘন্টা বিরতি সংকেতে আটকে গেছি Tongue
২৬ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪৬
273959
ছালসাবিল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Smug Tongue বুঝতে বাকি নেই Tongue আমাদেরকেও মাঝে মাঝে হেল্প কোরবেন কিন্তু phbbbbt Smug Tongue
331734
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
মু নূরনবী লিখেছেন : আমা রিং টোন ই নাই..অলওয়েজ ভাইব্রেট
২৬ জুলাই ২০১৫ রাত ১০:২৫
274038
শুভ কবি লিখেছেন : এতে জরুরী ফোন মিস হয়ে যেতে পারে। তাই রিংটোন থাকবে তবে সেটা হবে মার্জিত Happy
332806
৩১ জুলাই ২০১৫ রাত ০৩:১৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো , ধন্যবাদ..
১০
332874
৩১ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৩
শুভ কবি লিখেছেন : আপনাকেও শুকরিয়া Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File