গল্পে গল্পে শিক্ষা-ঈ

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৮:০৩ সকাল



আমার বুজুর্গ পানির উপর হাটছেন।


আবদালদের মধ্যে হইতে এক বুজুর্গ হজরত খিজির (আ) কে জিজ্ঞাসা করিল,

আপনার চেয়ে কোন বুজুর্গ ব্যাক্তি কি আপনি কখনও দেখিয়াছেন?

তিনি বলিলেন, হ্যাঁ দেখিয়াছি।

একদিন মোহাদ্দেছ আবদুর রাজ্জাক মসজিদে নববীতে হাদিছ শুনাইতেছিলেন। তার চতুর্দিকে লোকজনের খুব ভীড় ছিল। তিনি সকলকে হাদীছ শুনাইতেছিলেন।

মসজিদের এক কোনে জনৈক যুবক হাটুর উপর মাথা রাখিয়া ধ্যানে মগ্ন ছিলেন। আমি তাহার নিকট গিয়া বলিলাম আপনি সকলের সহিত কেন শুনিতেছেন না?

তিনি বলিলেন যে, লোকজন রাজ্জাকের গোলামের কাছে হাদীছ শুনিতেছে আর এখানে এখানে স্বয়ং রাজ্জাক হইতে আমি হাদীছ শুনিতেছি।

হজরত খিজির বলিলেন, তোমার কথা সত্য হইলে বলত আমি কে?

সে আমার দিকে মুখ উঠাইয়া বলিল, আমার ধারণা ঠিক হইলে বলিতেছি আপনি হজরত খিজির।

হজরত খিজির বলেন, ইহা দ্বারা আমি বুঝিয়া লইলাম অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন আল্লার অলীকে আমি ও চিনিতে পারিনা।

@@@@@@@@@@@@@@@@@

ফাজিলাতসমূহ:

১. মুসা (আ) এর চেয়েও আমার বুজুর্গ জ্ঞানী।

২. খিজির (আ) ও হাদীস শোনেন।

৩. জনৈক যুবক পরীচয় হীন হলেও কোন সমস্যা নাই

৪. খিজিরের (আ) এর চেয়েও আমার বুজুর্গ অনেক বড়।

৫. রাজ্জাক বা আল্লাহর কাছ থেকে হাদীস শোনা যায়।

৬. রাজ্জাকের গোলামের হাদীস দরকার নাই।

৭. বুজুর্গর হাদীস ই যথেষ্ট।

৮. হিন্দুদের মতো ধ্যান করা যায়।

৯. গায়েবের খবর আমার বুজুর্গ জানেন।

১০. খিজির এর জ্ঞান নাই অলী চেনার।

১১. আমার বুজুর্গ নবী দের থেকেও উত্তম।

১২. আমার বুজুর্গ আল্লাহর অলী।

১৩. আমার বুজুর্গের নিকট মুসা ও খিজির (আ) এর টাইম নাই

১৪. আবদাল কে জানতে চেয়ে লজ্জা দিবেন না


অনেক ফাজিলাত বর্ণনা করলাম। আমার বুজুর্গগনের সাথেই থাকুন আর ফাজিলাত হাছিল করুন। কিতাবের হাওয়ালা আমার বুজুর্গ। কারো আপত্তি থাকলে বলতে পারেন সংশোধন করা হবে।

তবে গোস্থাকে বুজুর্গ মাফকরা হবে না।

বিষয়: বিবিধ

১৫৮২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340590
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪১
আফরা লিখেছেন : এই যুগে আর আজগবী গল্প চলে না মানুষ আর এত বোকা নাই ।
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৮
281993
জ্ঞানের কথা লিখেছেন : আজগুবী গল্প কোথায় পেলেন! এটা তো আমার বুজুর্গ ও পীরের ঘটনা। এগুলো আমদের পীরসাহেব বর্ণনা করেন। তাই এগুলো চলবে।
বোকারাই পীরের মুরিদ হয় না।
340595
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : এই ধরনের আজগুবি কিসসা কাহিনী শুনাইয়া মানুষকে পথভ্রষ্ট করে। কিছু মানুষ তাদেরকে ইসলামের প্রকৃত খাদেম মনে করে। তাদের জন-সঙ্গম স্থলে নেতা-নেত্রিরাও ভিড় করে! তাদের পুরো কিতাবে কোরআন হাদিসের কোন কথা নাই নাকি?? এই কিতাবটিকে ইসলামী 'গোপাল ভাঁড়' এর কাহিনী বলাই উত্তম হবে। অনেক ধন্যবাদ
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৯
281994
জ্ঞানের কথা লিখেছেন : আপনার কথা বার্তা ইদানিং অনেক কঠিনের দিকে চলে যাচ্ছে। যা আমার বুজুর্গরা জানতে পারলে আপানার জন্য অনেক সমস্যার কারন হবে।
আপনাকে শেষবারে জন্য অনুরোধ গোস্তাখে বুজুর্গ হবেন না। আমার পীরের মুরিদ হবেন?
340596
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিই সেই বুজুর্গ!!
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৯
281999
জ্ঞানের কথা লিখেছেন : বাহ এই তো আপনি আমার মুরিদ ভাইহতে চলেছেন। অনেক খুশি হলাম আপনাকে মুরিদ হিসেবে পেয়ে।
আপনার মতো বুজুর্গকেই তো আমার পীরসাহেব খুজছেন।
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৮
282076
আব্দুল গাফফার লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
340604
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৩
মেঘবালক লিখেছেন : পানির উপর হাটতে পারলে চিন্তা করতাম পীর হবো কি না।

ভাই বলি যে, এত্তসব পীরের উপাসনা করা বাদ দিয়ে নিজের মা-বাবা'র সেবা যত্ন করেন তাতেই আল্লাহ খুশী আর তাতেই জান্নাত প্রাপ্তী কিন্তু কোন পীর আপনার উপর খুশী হইলে জান্নাত পাবেন এমন কথা কোথাও নেই।
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫৯
282017
জ্ঞানের কথা লিখেছেন : মেঘবালক, আপনি তো বালক তাই আমার বুজুর্গদের কাজকে আপনি অন্যচোখে দেখবেন সেটা আমরা বুঝি।

আমার পীর বলেছেন বাবা মাও আমার পীর।
340606
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহ! চমৎকার ফজিলতের কিচ্ছা!! Worried Smug


আচ্ছা...একটা কথা বলি? আপনার পীরকে বলবেন - ঢাকায় যখন বৃষ্টির পানি জমে যায় তখন যেন উনি ঐ পানির উপর দিয়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়! তবেই বুঝা যাবে উনি কেমন বুজুর্গ? এর ফলে উনার চেলার সংখ্যা বাড়তে থাকবে.... এবং উনি পানিতে হাঁটা বাবা নাম ধারণ করে বুজরুকি করতে পারবেন। সবাইকে হাঁটার সিস্টেম শেখাবেন এবং দিন দিন উনার ব্যবসায়ে উন্নতিলাভ করবেন Waiting Waiting Waiting Waiting
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০২
282022
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীর সাহেব সবাইকে বুজুর্গি দেখান না। চিনে চিনে লোক বুঝে দেখান। আর সবকাজ প্রকাশ্যে করা পীরের সিলসিলাহ এর বীপরিত। তাই জদি হতো তাহলে তো মুরিদ বাড়তো না।

তাই আমার পীর পানির উপর হাঁটবে তবে পানির উপর ভাসমান কলাগাছের ব্যাবস্থা আমরা মুরীদরা করবো।

আপনার কি পীর আছে? আমার তো একটাই পীর। পীরদের ও পীর।

আপনার কথাতে বুজুর্গ বিরোধী গন্ধপাচ্ছি।
340661
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৫
পুস্পগন্ধা লিখেছেন :
এটা কি হলো? কোন আগা-মাথা খুজে পেলাম না। এই বুজুর্গের নাম কি ভাই?
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
282094
জ্ঞানের কথা লিখেছেন : আবদালদের মধ্যে হইতে এক বুজুর্গ! এনার নাম খিজির ছাড়া কেউ জানেন বলে আমার বুজুর্গের কিতাবে নাই। তাই তথ্য দিতে পারলাম না। তবে আমার পীরসাহেব মনেহয় নাম জানেন।

আমার পীরের লেডিস মুরীদনি দরকার আপনি কি মুরিদনি হতে রাজি আছেন?
340719
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অবস্হাটা এমন আসলাম আর পেলাম, পেলাম আর খেলাম, মাটি খেলাম নাকি বিরিয়ানি কিছুই বুঝলাম না।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৩
282135
জ্ঞানের কথা লিখেছেন : আপনি মাটি খেলে আমার কি! আমার বুজুর্গ রা বিরিয়ানি খায়।
340764
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পীরগিরি ত্যাগ করেন!! কোরআন ও সহী হাদীস নিয়ে গবেষণা করার অনুরোধ করছি.....! যদি ভালো মনে করেন।
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০৪
282205
জ্ঞানের কথা লিখেছেন : ভাই, আমার পীর হচ্ছেন খাঁটি পীর। তার কাছে বায়াত হলে আপনার কোন চিন্তা নাই। আপনার জন্য পরকালে শুপারিশ করা হবে। শর্ত হচ্ছে আপনাকে আমার পীরের অন্ধভক্ত ও অনুসারী হতে হবে।

পারবেন??
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৫
282308
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বুঝতে পেরেছি আপনি কোন পীরের ভক্ত নহে.......
দুষ্টামি হাড্ডি Crying
340948
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৬
হতভাগা লিখেছেন : খিজির (আঃ) মুসা (আঃ) নবীর আমলের লোক । হাদিস তথা মু'হাম্মাদ (সাঃ) এর বানী এর সময় উনারা দুনিয়াতে ছিলেন না ।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫২
282393
জ্ঞানের কথা লিখেছেন : কিন্তু আমার আকাবির বুজুর্গ গন তা বিলিভ করেন না। তাদের কথাই প্রমান।
বুজুর্গ যা বলেছেন সেটাই ঠিক! এই নিতিতে চলতে হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File