গল্পে গল্পে শিক্ষা-আ

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০১:৪৯ সন্ধ্যা



হযরত জুননুন মিছরী (রহ) বলেন, এক সময় কাবা শরীফের নিকট জনৈক যুবককে দেখিতে পাই যে ধড়াধড় সিজদার উপর সেজদাই করিতেছে। আমি বলিলাম, খুব বেশী বেশী নামাজ পড়িতেছ মনেহয়?

যুবক বলিল দেশে ফিরিবার অনুমতি চাহিতেছি।

হঠাৎ দেখি উপর হইতে একটা কাগজের টুকরা পড়িল উহাতে লেখা ছিল

“বড় ক্ষমাশীল এবং ইজ্জতওয়ালা মনিবের তরফ হইতে শোকর গোজার বান্দার প্রতি তুমি দেশে ফিরিয়া যাও এই অবস্থায় যে, তোমার আগের পিছের সমস্থ গোনাহ মাফ করিয়া দেওয়া হইল।


@@@@@@@@@@@@@@@

ঘটনার ফাজায়েল:

১. মুরগির খাবারের মতো সিজদা করা বৈধ

২. কাবা থেকে দেশে ফিরতে কারো অনুমতি লাগে

৩. কাগজের টুকরা পড়তে পারে উপর হতে

৪. কাগজে ক্ষমার কথা লেখা থাকতে পারে

৫. কাগজে ওহী নাজিল হতে পারে

৬. আপনার হজ্জে গেলে একবার ট্রাইক করবেন


অতিরিক্ত কোন ফাজায়েল চোখে আর পড়ছে না, পেলে জানাবেন। ঘটনার হাওয়ালা চাওয়া নিষেধ।

বিষয়: বিবিধ

১৪৮১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340148
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
281548
জ্ঞানের কথা লিখেছেন : থিংকিং কেন ভাই!
340151
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : কি মন্তব্য করিব বুঝিতে পারিতেছিনা! জানিনা গল্প দিয়ে ইসলাম বুঝতে হয় কেন? ইসলাম বুঝতে তো বহু ঘটনাই ইসলামের ইতিহাসে রয়েছে। যেখানে ইতিহাস হাজির থাকে সেখানে গল্পের দরকার হয়না। গল্প সে কাজের জন্য প্রযোজ্য, যা কোনদিন ঘটেনি তা বুঝানোর জন্য গল্পের দরকার।

যাই হোক,
আরবীতে চিঠিকে 'রিসালা' বলে। কোন কোম্পানী থেকে আরেক কোম্পানীতে, কোন ব্যক্তি থেকে অন্য কোন ব্যক্তির কাছের চিঠি গেলে তাকে রিসালা হিসেবে বুঝানো হয়। যার কাছে চিঠিটি পৌছে যায়, আরবী ভাষায় বুঝায় তিনি রিসালাত পেয়েছেন!

একই ভাবে আল্লাহর পক্ষ থেকে কোন চিঠি আসলে তাকেও রিসালা বলে থাকে। যেমন কোরআন একটি চিঠি স্বরূপ, তাই কোরআনকে রিসালা বলে।

সেভাবে যার কাছে রিসালা আসে তিনি রিসালাত প্রাপ্ত। যেমন মুহাম্মদ (সাঃ) রিসালাত প্রাপ্ত। যিনি এই রিসালা পান, তাকে রাসুল বলে। যদি এই চিঠি আল্লাহর পক্ষ হতে কেউ পেয়ে যান তাকে 'রাসুলুল্লাহ' তথা আল্লাহর পক্ষ হতে চিঠি প্রাপ্ত বুঝান হয়।

আপনার গল্পের সেই বালক আল্লাহর পক্ষ থেকে চিঠি পেয়েছেন, তাই তিনি 'রাসুলুল্লাহ'। আমার এই কথাগুলো নিয়ে সন্দেহ হলে, কোন আলেম কে দেখান ব্যাখা সত্যি কিনা, কোন আলেম থাকলে আশা করি আমার কথার জবাব দিবেন।

এবার আপনিই বলুন, গল্পের ছলে যে, কথা গুলো বলা হল, আল্লাহর পক্ষ থেকে চিঠি এসেছে!
তা কি সঠিক হল?
তা কি ঠিক হল?
এটা আরবী না জানার কারণেই হয়েছে। আপনাকে আহত করার জন্য বললাম না। তবে ঘটনা কিন্তু আমার কথাগুলোকেই প্রতিষ্ঠিত করবে। অনেক ধন্যবাদ

০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
281547
জ্ঞানের কথা লিখেছেন : ভাই আপনি তো বড় একজন গোস্থাকে বুজুর্গ! আমি বলি বুজুর্গ এর কথা আর আপনি তার বিপরিত বলেন?

ভাই, এটা আমার বুজুর্গ এর হজ্জের কিচ্ছা। আমির কিছু করার নাই। আপনি যতই বলেন তা আমার বোধগম্য নয়।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৯
281662
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমি বুঝতে পেরেছি এটা আপনার বুজুর্গুর'ই কান্ড, আপনার নয়।

ইরান ফেরত বন্ধু জামশেদ ফার্সী একদা বুজুর্গুর একটি ব্যাখা দিয়েছিল। আজ সেটা হুবহু মনে পড়ে গেল।

ফার্সি ভাষায় 'বুজ' শৃগাল।
আর 'গু' মানে মল।
ফলে বুজুর্গুর অর্থ দাড়ায় শৃগালের মল।

আসলে এটা আমার কথা নয়, বন্ধু জামশেদ ফার্সীর কথা। আপনাকে অনেক ধন্যাবাদ।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৪
281670
জ্ঞানের কথা লিখেছেন : আপনি অনেক মজার মানুষ! অবশেষে আমার বুজুর্গদের নামের ও বারোটা বাজালেন!

আমিএর তিব্র্রতর নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি ভাই। আপনার বন্ধুকে মিষ্টি খাওয়াতে চাই।
340164
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৫
মাটিরলাঠি লিখেছেন : জ্ঞান বৃদ্ধি হইল।
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৭
281558
জ্ঞানের কথা লিখেছেন : বাহ! এই তো কাজে লাগলো আমার দেয়া গল্পের। অনেক খুশি হলাম।

বুজুর্গের জ্ঞানের কথা বলে কথা।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৪১
281622
মাটিরলাঠি লিখেছেন : আসুন আরেকটু জ্ঞান বৃদ্ধি করিঃ এক বৃদ্ধ ও যুবক কাবাশরীফ তাওয়াফ করছে, তাওয়াফ শেষ হলে গায়েবী আওয়াজ আসলো, "হজ কবুল হয় নি।" তাই শুনে যুবকটি হতাশায় আক্রান্ত হলো। বৃদ্ধ বললো, "তুমি হতাশ হচ্ছ, আমি গত চল্লিশ বছর ধরে এই আওয়াজ শুনছি।" এটা বলার সাথেই সাথেই বৃদ্ধের হজ্ব কবুল হয়ে গেলো।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০০
281652
জ্ঞানের কথা লিখেছেন : মারহাবা! মারহাবা! কিদারুন কেচ্ছা শুনালেন ভাই। অনেক ভালো লাগলো কেচ্চাটি শুনে।

আবার অনেকে তো আছে, লাব্বাইক বলেন না কেননা আকাশ থেকে তাদের কাছে আওয়াজ আসবে লা লাব্বাইক ইয়া আবদি।

বাহ! আপনার জ্ঞানের কথা অনেক সুন্দর।
340181
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১০
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৫
281584
জ্ঞানের কথা লিখেছেন : আপনিও চিন্তায় ব্যাস্ত!হয়ে পড়লেন!
340221
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৭
আফরা লিখেছেন : উপর থেকে কাগজটা কে ফেল্ল Thinking Thinking
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০১
281653
জ্ঞানের কথা লিখেছেন : "তোমার আগের পিছের সমস্থ গোনাহ মাফ করিয়া দেওয়া হইল।"

গোনাহ মাফ কে করতে পারে? বুঝে নিন।
340225
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৪
এ,এস,ওসমান লিখেছেন : ভাই এ কি শুনায়লেন Thinking Thinking Thinking Thinking Thinking
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০২
281654
জ্ঞানের কথা লিখেছেন : বুজুর্গের কিচ্চা শুনালাম। অনেক ফজিলাত ওয়ালা কিচ্চা।
341865
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এভাবে হাতে কলমে বেজিরগান-এ ধ্যানদের কিরামতির বয়ানাতগুলান বেশ মজাদার মনে অইতাছে! আপনি অবশ্যই আমার মুরিদ হওনের যোগ্যতা রাখেন।
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫১
283189
জ্ঞানের কথা লিখেছেন : আমি নিজেই পীরের সিলসিলার হকদার হতে চাচ্ছি। তাই আপাতত আপনি মুরিদের লাইনে দারান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File