পড়ে থাকা স্মৃতি।
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৬:০৯ বিকাল
হৃদয়ের ডায়েরীতে পড়ে আছে এক রাশ স্মৃতি।
আর রিক্ত হাতে বুকে ভরা ব্যথা নিয়ে বেঁচে আছি আমি জুঁই ফুলের গন্ধ হয়ত ভরে তুলেছে তার চারপাশ
চিরল পাতার ফাঁকে ফাঁকে খই- এর মত ফুটেছে সুপারিশ ফুল কৃষ্ণচূড়ার সবুজ পাতা পালক নাড়ছে,
হাওয়া হয়ত মেঘবতীর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে তার নির্জন বারান্দা জ্যোৎস্নার জরি জরানো শরত শিশির ভাঙ্গা ভাঙ্গা মেঘেরা তার দিকে চেয়ে
বিমর্ষ আকাশ প্রদীপের কানে কানে বলে যাচ্ছে
অতীতের ফেলে আসা স্মৃতিগুলোর কথা।
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন