ইয়াকিন আসা পর্যন্তু ইবাদাত করো।

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১১ আগস্ট, ২০১৫, ০৯:৪৬:১৭ সকাল

ইয়াকীন আসা পর্যন্ত ইবাদাত করত থাকো। { সুরা হিজর, আয়াত নং-৯৯ }

আয়াতে বর্ণিত ইয়াকীনের শাব্দিক অর্থ হল দৃড় বিশ্বাস।

এক্ষণে যদি দৃড় বিশ্বাস অর্থ নেন তবে অর্থ হবে- যত দিন দৃড় বিশ্বাস না আসে ততদিন ইবাদাত করতে হবে। পরে যখন দৃড় বিশ্বাস আসবে তথা ঈমাণ দৃড় হবে তখন আর ইবাদাত করতে হবে না।

যদি কুরআনের শাব্দিক অনুবাদ মেনে নেই তবে এটাই ধরতে হবে।

মাগার, আহলেসুন্নাত ওয়াল জামাতের আকীদা হল, আয়াত আয়াত দ্বারা, হাদীছ এবং আছার দ্বারা ব্যাখ্যা করতে হবে। শুধু শাব্দিক অনুবাদই যথেষ্ট নয় বরং তা গোমরাহীর কারণ হতে পারে।

আসুন! আমরা ইয়াকীন শব্দটির অর্থ হাদীছ কিংবা আছার দ্বারা অনুধাবন করি।

ইয়াকীন- এর অর্থ হলঃ

কুরআনের অন্যত্র ইয়াকীন দ্বারা মউত বুঝানো হয়েছে। { সুরা মুদ্দাছছির, আয়াত নং-৪৭}।

এবার আছার দেখা যাকঃ

১. সালেম বলেন, এর অর্থ হল মউত। { বুখারী, হা/৪৭০৭- এর আগে; সুরা হিজরের তাফসীর, পর্ব-৬৫; তাওহীদ পাবলিকেশ বুখারী, ৪/৪৩৫}

২. এর অর্থ মৃতু্য।{ মুছান্নাফ ইবনে আবী শায়বাহ, হা/৩৫২৮২}

৩. আজাল তথা মউত।{ রিসালতুল কুশায়রিয়াহ,২/৩৭২}

৪. আর এখানে ইয়াকীন দ্বারা কেবলমাত্র উদ্দেশ্য হল মউত। যা আমরা বর্ণনা করে এসেছি। { ইবনে কাছীর, ২/৫৮১; সুরা হিজরের ৯৯ নং আয়াতের তাফসীর দ্রঃ; দারুল মারেফাহ, বৈরুত, লেবানন।}

৫. আব্দুল্লাহ ইউসুফ আলী বলেন, Yaqin: Certainty; the hour that is certain; death. { the holy quran, text, translation and commentary ; page-654; (syria)}

সুতরাং, কুরআনের অন্য আয়াত এবং আছার দ্বারা বুঝা গেল, মৃতু্য আসা পর্যন্ত ইবাদাত করা জারী রাখতে হবে। দৃড় বিশ্বাস আসা পর্যন্ত- এমন আক্ষরিক অনুবাদ নিলে তা চরম গোমরাহী হবে।

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335081
১১ আগস্ট ২০১৫ সকাল ১০:১৪
মুসলমান লিখেছেন : এরকম কিছু শব্দ আছে যার অর্থ আমরা সঠিকটা না জেনে ভুল বুঝি।
১১ আগস্ট ২০১৫ দুপুর ১২:০২
277095
জ্ঞানের কথা লিখেছেন : মুসলাম ভাই এরখম ভুল ব্যাখ্যা করার লোকের অভাব নাই। বিশ্বাস না হলে আমার গল্পে গল্পে শিক্ষা সিরিজ পড়ে দেখুন।
১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৫
277300
মুসলমান লিখেছেন : গল্পে গল্পে শিক্ষা!!!
335116
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৩
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
১১ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৩
277096
জ্ঞানের কথা লিখেছেন : ওয়া আইয়্যক-

335141
১১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫০
নৈশ শিকারী লিখেছেন : ধন্যবাদ
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪০
277151
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকাল্লাহু খায়র কষ্ট করে কমেন্টস করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File