হৃদয়ের নয় বাস্তব অর্থ
লিখেছেন লিখেছেন লেন্দুপ দর্জি ২২ এপ্রিল, ২০১৫, ০১:৫৭:৫১ দুপুর
জেনে গেছি প্রেম মানে আবেগ,
ভালোবাসা একটি শব্দ।
প্রেম মানে ভালবাসার মায়া,
আর ভালোবাসা মানে ভালো লাগা
প্রকাশের শব্দ।
আরও জেনেছি মোহ,
মানে অন্ধ বিশ্বাস,
যা আমি করেছি তোমাকে
দিন রাত প্রতিক্ষণ।
আরও জেনে গেছিঃ
সুখ মানে মরিচিকা,
আর শান্তি মানে মিথ্যে আশা;
যে আশার ভেলায় চড়ে-
আমি দুঃখ পেয়েছি,
সেটাই শান্তির ভাষা।
বিষয়: সাহিত্য
১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন