ইংরেজি লোককথা-ম্যাগপাই

লিখেছেন লিখেছেন লেন্দুপ দর্জি ২১ মে, ২০১৫, ১০:৫৫:৩৪ সকাল



একদিন আকাশের সব পাখিরা ম্যাগপাই এর নিকট আসল এবং তাদেরকে শেখাতে বলল কিভাবে বাসা বানাতে হয়। বাসা বানাতে সবচেয়ে চালাক যে পাখী তার নাম “ম্যাগপাই”। অতএব ম্যাগপাই সব পাখিদেরকে তার চার পাশে দাড় করাল এবং দেখানো শুরু করলো কিভাবে এটা করতে হয়।সর্ব প্রথম সে সামান্য কাদা মাটি নিলো এবং এটা দিয়ে এক ধরনের একটা পিঠা তৈরি করল।

“ও এভাবে এটা করতে হয়!??” থ্রাশরা বলল, এবং উড়াল দিয়ে চলে গেল। একারণে থ্রাশরা এভাবেই সারা জীবন বাসা বানায়।

তারপর ম্যাগপাই কিছু কাঠি নিলো এবং সেগুলোকে কাদামাটিতে ছারদিকে সাজিয়ে বসাল । “আমরা এখন এ বিষয়ে সব জানি” ব্লাক বার্ডরা বলল এবং উড়াল দিয়ে চলে গেল এবং সেদিন থেকেই ব্লাক বার্ডরা এভাবে বাসা বানানো শুরু করল। তারপর ম্যাগপাই কাঠিগুলোর উপর আরও একটি কাদামাটির প্রলেপ দিলো। “ও এটাতো একদম সুস্পষ্ট !!!” বিজ্ঞ পেঁচা বলল , এবং এটা উড়াল দিলো এবং তখন থেকে পেঁচারা কখনো ভালো বাসা বানাতে পারেনা । এরপর ম্যাগপাই আরও কিছু কাঠি নিলো এবং সেগুলোকে বাইরের চারদিকে জোড়া লাগাল “একদম সোজা কাজ” চড়ুইরা বলল এবং চলে গেল সুতরাং সেদিন থেকে চড়ুইরা বরং অগোছালো বাসা বানায় । ম্যাগপাই এবার বাসার অভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দয্য , গোছান, পুরাতন পালক দিয়ে আরাম তৈরি শিখাতে লাগলো আর অমনি স্টারলিং জাতের পাখিরা বলল এটা আমার জন্য খুবই আরাম দায়ক হবে !! এবং তারাও উড়ে চলে গেল । ফলে স্টারলিং জাতের পাখিরা অনেকটা ভালো ও আরাম দায়ক বাসা বানাতে পারে। অবশেষে ম্যাগপাই যখন পাখীদের দিকে তাকিয়ে বলল "এভাবেই তোমরা ভালো আরাম দায়ক বাসা বানাতে পার, বুজেছ ? " তখন সেখানে শুধু একজাতের পাখিরাই ছিল তারা হল শ্যমঘুঘু তারা বলল " বাসা বানানো কি শেষ ? আমরাতো খেয়ালই করিনি, অমনোযোগী ছিলাম !!!! "

ম্যাগপাই সেদিন রাগ করেছিল কিন্তু পাখিদের রাজ্যে শিক্ষকের আসনটি তার জন্য বরাদ্দ হয়ে গেল।

টীকাঃ- জগতে অনেক জাতের ম্যাগপাই আছে যেমন আমাদের জাতীয় পাখী ম্যাগপাই রবিন। এছাড়া ব্লু –ম্যাগপাই , ইয়েলো ম্যাগপাই ইত্যদি জাতের ম্যাগপাই রয়েছে।

এমন নামের ব্যবহার আমাদের দেশেও আছে যেমনঃ Sanmar একটি ইতালিয়ান শব্দ যার অর্থ ক্ষুদে দরবেশ।

বিষয়: সাহিত্য

১৩৩৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321542
২১ মে ২০১৫ সকাল ১১:৩৭
বুসিফেলাস লিখেছেন : সুন্দর উপস্থাপন ভালো লাগলো Rose
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৬
285096
লেন্দুপ দর্জি লিখেছেন : ধন্যবাদ Love Struck
321545
২১ মে ২০১৫ সকাল ১১:৪৪
আবু জান্নাত লিখেছেন : ঘটনাটি কেমন যেন পেচানো, অনেক চেষ্টা করেছি বুঝতে, কে যেন উড়ে গেল, আবার কে উড়ে গেল, কেন গেল? কোথায় গেল? ধন্যবাদ।
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৬
285097
লেন্দুপ দর্জি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Love Struck
321586
২১ মে ২০১৫ দুপুর ০২:৫৮
জেদ্দাবাসী লিখেছেন : শিক্ষনিয় ইংরেজি লোককথা।
পাখিরা কে কিভাবে বাসা বানাবে আল্লাহ তা তাদের মেমুরিতে ঢুকিয়ে দিয়েছেন আর তারা সেভাবেই বাসা বানাই।
জাযাকাল্লাহ খায়ের।
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৬
285098
লেন্দুপ দর্জি লিখেছেন : হুম Love Struck
321667
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৬
285099
লেন্দুপ দর্জি লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।
321740
২২ মে ২০১৫ রাত ০২:৪৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

ভালোলাগলো ম্যাগপাই কাহন! আমাদের দেশের দোয়েলর মতোন লাগলো পাখিটা!

শুকরিয়া!
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৬
285100
লেন্দুপ দর্জি লিখেছেন : হুম দোয়েলই
321741
২২ মে ২০১৫ রাত ০২:৪৬
সাদিয়া মুকিম লিখেছেন : Oriental magpie-robin আমাদের দেশের দোয়েল! Happy
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৭
285101
লেন্দুপ দর্জি লিখেছেন : ঠিক ধরেছেন। *-Happy
323611
৩১ মে ২০১৫ দুপুর ০২:৪৯
হতভাগা লিখেছেন : ম্যাগপাই যে সবাইকে বাসা বানানোর এত জ্ঞান দিল তার বাসা কি রকম ?
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৭
285102
লেন্দুপ দর্জি লিখেছেন : দেখে বলব Tongue
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:০৫
285110
হতভাগা লিখেছেন : প্রায় ৪ মাস পরে বললেন ,দেখে বলবো ?

দুই ঈদে অর্ডার কি বেশী পইড়া গেছিল ?
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৬
285121
লেন্দুপ দর্জি লিখেছেন : হুম দোয়েলের বাসার অর্ডার অনেক ছিলো Winking এখন ওরাও আধুনিক হয়ে গেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File