লেন্দুপের উপদেশনামা
লিখেছেন লিখেছেন লেন্দুপ দর্জি ০৭ মে, ২০১৫, ১১:৩৪:৫৩ সকাল
স্বপ্ন যখন নীতি হারা
আকাশ উঠলো গর্জি,
আগ্রাসীদের দেশ বিকিয়ে
খায়েস মেটায় দর্জি।
********************
হোকনা তাতে নিজ বদনাম-
যাকনা তাতে দেশের মান,
দর্জিরও তো স্বাধ জাগে ভাই
আসতে ছুঁয়ে আসমান।
*********************
নীল আকাশের রঙ জড়িয়ে
দাপিয়ে বেড়াই আকাশ,
কাল বোশেখের ধার ধারিনা
চাইছি শীতল বাতাস।
**********************
আমার লক্ষ্য করলাম আমি
নিজের চেষ্টায় পূরন,
দেশ প্রেমীদের প্রেমের ফেনা
আছে হৃদয় ক্ষরণ।
**********************
শুধু যেটা নেই-সেটাই হলো
স্বাধীন থাকার যোগ্যতা,
আরো আছে অনৈক্য আর
অবহেলা ও অজ্ঞতা।
**********************
অজস্র খাদ নিয়েই কেন
দেখাও তুমি নিখাদ প্রেম,
শেষ বেলাতে ব্যর্থ হবে-
থাকবে না আর স্বাধীন ফ্রেম।
**********************
যোগ্য থাকো স্বাধীন থাকার-
নয়ত এসো আমার দলে,
দেশটা বেচতে দুহাত লাগাও
খায়েশ মেটাও কৌশলে।
**********************
বিলাবে দেশ? একটু ধীরে;
তাড়াতাড়ি করো না,
নয়তো পরের অধীন হলে
তোমার দামটি থাকবে না।
**********************
যুগে যুগে লেন্দুপেরা
আগ্রাসীদের টিস্যু,
কাজের কাজটা হয়ে গেলেই
দাম থাকেনা কিছু!
**********************
তাইতো বলি আস্তে আগাও
দেশটা লুটো খুব ধীরে,
নয়তো দেখবে-তোমায় তুমি
হত ভাগ্যের ওই ভিড়ে।
***********************
দেশপ্রেমিদের অযোগ্যতাই
সফল করে দর্জিদের,
যোগ্য নও কি? তবেই মরো-
দেশ টেকাবার আর্জি ফের!?
***********************
সময়কাল- আজ ঐতিহাসিক ৭ই মে ২০১৫
বিষয়: সাহিত্য
১৩০৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সফল করে দর্জিদের,
যোগ্য নও কি? তবেই মরো-
দেশ টেকাবার আর্জি ফের!?
সফল করে দর্জিদের,
যোগ্য নও কি? তবেই মরো-
দেশ টেকাবার আর্জি ফের!
লেন্দুপ দর্জি ভাইয়া আপনি তো অনেক সুন্দর কবিতা ও লিখতে পারেন ।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন