আমি ব্লগার কাজী লেন্দুপ দর্জি... প্রথম পাতার সুযোগ পেয়ে আমি খুশি। নিম্নে আমার সংক্ষিপ্ত পরিচয় দিলাম।
লিখেছেন লিখেছেন লেন্দুপ দর্জি ০৬ মে, ২০১৫, ১০:৪১:২৫ সকাল
নামঃ কাজী লেন্দুপ দর্জি।
*
জন্মঃ অক্টোবর ১১, ১৯০৪ Pakyong, (স্বাধীন) East Sikkim, (বর্তমান ভারত)।
*
মৃত্যুঃ জুলাই ২৮, ২০০৭ (১০২ বছর)কালিম্পং, পশ্চিমবঙ্গ।
*
রাজনৈতিক দলঃ আগে- সিকিম জাতীয় কংগ্রেস, পরে- ভারতীয় জাতীয় কংগ্রেস।
*
দাম্পত্য সঙ্গীঃ Kazini Elisa Maria (সিকিমের প্রথম ফাষ্ট লেডী)।
*
বাসস্থানঃ গ্যাংটক, সিকিম, ভারত।
বিষয়: বিবিধ
১৯৩৯ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আমি লেন্দুপ দর্জি কে আমি ঘৃণা করি
সমাজের বেশীরভাগ মানুষ যেমন আল্লাহ তাদের তেমন নেতৃত্ব চাপিয়ে দেন বলেই আমার বিশ্বাস।
তারপর লেন্দুপ দর্জিরা দেশ ও জাতির জন্য কতটা ক্ষতিকর তা এমনভাবে তুলে ধরতে হবে যাতে আপনি সেই অন্যায়ের পক্ষে বলছেন, যদিও তা অযৌক্তিক হয়।
হতে হবে কিছুটা রৌম্য।
আবার এমন ভাবে অন্যায়ের পক্ষে যুক্তি তর্ক করা যাবে না যাতে কেও কেও খারাপকেও ভাল বলে সন্দেহ করতে শুরু করে।
আমার কথায় ভুল থাকতে পারে। এজন্য ক্ষমা প্রার্থী।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : আমার মাঝে একটা আক্ষেপ রয়েই গেল। লেন্দুপ দর্জির বিরুদ্ধে আইসিস, বোকোহারাম, আলকায়দা অথবা কাশ্মিরী মুজাহিদ ভাইদের মত প্রতিরোধ গড়ে তোলা হল না @ খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ।আমি আমার লক্ষ্য বাস্তবায়ন করেছি সবাই কি তা পারে?
সুতারাং- X = Y (ডানপক্ষ = বামপক্ষ) প্রমানিত- আমার বোনের ভাই কামাল ভালো মানুষ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
জিবনের শেষ তিরিশ বছর জন্মস্থান এ ঢুকার সাহস তো পাননাই আপনি।
আমি জানি আপনার মৃত্যু হয়েছে চীন দেশের কোন রাজ্যে সম্ভাবত তিব্বতে । কিন্তু এখানে অন্য রকম দেখলাম । লাশটি সেখানে রয়েছে বলে জানতাম । তথ্য দিবেন ।
মন্তব্য করতে লগইন করুন