প্রতীক্ষা

লিখেছেন লিখেছেন লেন্দুপ দর্জি ২২ এপ্রিল, ২০১৫, ০৫:৩৯:২৫ বিকাল

সত্য ভালোবাসা আর

দীর্ঘায়ু অগ্নির লাভা,

মনে জ্বলে মোর চিরদিন।

এই অগ্নি কখনো পীড়িত হয়না,

মরে যায়না, শীতল হয়না আর

কখনই স্থান চুত্য হয়না।

আমার প্রেম এমনি জ্বলছে-

তোমার ছোঁয়া পাবার অভিপ্রায়ে,

তাই আছি চেয়ে পথ;

কদম গাছের ছায়ে।

বিষয়: সাহিত্য

১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File