অট্টহাসিতে

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ২২ এপ্রিল, ২০১৫, ০১:৫০:০৮ দুপুর

অট্টহাসিতে

---কিশোর কারুণিক

গগন কাঁপানো অট্টহাসিতে

আমি দিশেহারা হলাম

তোমার প্রেমেতে

বসন্তের শুভাষিত গন্ধে

নতুন ফুল, প্রথম ভাললাগা

সত্যি এক অন্য রকম

ভাবনায় কথার ছলেবলে

কাছে আসা, পাশে বসা, একটু ছোঁয়া

সত্যিই এক অন্য রকম অনুভূতি

আমি চিন্তা করি

কিন্তু যুক্তিতে পাই না

আমি অবাক হই

কিন্তু তর্কে যেতে চাই না

এই সব কি যাচ্ছে তাই

না এ প্রেম হৃদয়ের

তোমার আমার

শুধু আমার তোমার।

বিষয়: বিবিধ

৭৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File