কতিপয় আলেমের "পিস টিভি বাংলা" বন্ধের দাবী, নেপথ্যে যেসব কারন থাকতে পারে
লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ০৭ ডিসেম্বর, ২০১৫, ০২:০৮:২৪ রাত
গত ৪ ডিসেম্বর "জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা; বাংলাদেশ প্রেক্ষিত'' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩৫ টি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, ঢাকা ও ঢাকার বাহিরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২ জন শিক্ষক । অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত অলিমগণ দাওয়াতী কাজে নিয়োজিত একমাত্র বাংলা ইসলামী টিভি চ্যানেল "পিস টিভি বাংলা" বন্ধ করার আহবান জানান । আপাত দৃষ্টিতে এটি শ্রবণ করার পর অনেকে কিছুটা অবাক হলেও একটু চিন্তা করলেই বুঝতে পারবেন তাদের দাবীর যৌক্তিকতা আছে । আমার ক্ষুদ্র জ্ঞানে তার কতিপয় উদ্ধার করার একটি প্রয়াসঃ
# পিস টিভির দাওয়াতের মাধ্যমে যদি সব মানুষ হেদায়াত লাভ করে তাহলে এদেশের লক্ষ লক্ষ আলিমের দাওয়াতী কাজ বন্ধ হয়ে যাবে । ফলে তারা বঞ্চিত হবে কোটি কোটি নেকি থেকে । তাই আলেমদের এই বৃহৎ স্বার্থেই অবিলম্বে পিস টিভি বন্ধ করা হোক ।
# সাধারন মানুষ যেভাবে পিস টিভি দেখা শুরু করেছে তাতে সামনে হয় তো তারা গাল গপ্প করা ওয়াজ মাহফিলে আসা বন্ধ করে দেবে । ফলে আয় রোজগারের পথ বন্ধ হয়ে আলেমদের একেবারেই পথে বসতে হতে পারে । তাই হুজুরদের জীবিকার তাগিদেই পিস টিভি অচিরেই বন্ধ করা হোক ।
# মানুষ পিস টিভির মাধ্যমে যেভাবে মাসয়ালা মাসায়েল জানা শুরু করছে তাতে মনে হচ্ছে কিছু দিন পর তারা আর আলেমদের দ্বারস্থ হবে না । আর তাতে আলেমদের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন হবে । তাই আলেমদের মর্যাদা সমুন্নত রাখার স্বার্থেই পিস টিভি বাংলা বন্ধ করা উচিৎ ।
আলেমদের এই দাবির হাকিকত তাৎক্ষনিক কেউ উপলব্ধি করতে পারুক আর না পারুক আইজিপি সাহেব কিন্তু ঠিকই উদ্ধার করতে পেরেছেন । তাই আমরাও চাই এক পিস টিভি মরুক দুঃখ নাই, যদি তার উপর বেঁচে থাকতে পারে এদেশের হাজারো আলেম ।
বিষয়: বিবিধ
৩০৭২ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
@মোহাম্মদ রিগান @আবু আশফাক @মুসলমান
কিছু বেয়াড়া মুরিদ পিস টিভি চালাইতে বলিলে তারা নাখোশ হয়। এসব হুজুর হিন্দি ছবির পাগল, মাইয়াগোর রান, বুক দেখিতে কত মজা হেই জায়গায় পিস টিভির আর্ভিবাব হইলে তো সমস্যা হইবেই। তাই পিস টিভি বন্ধ হওয়া দরকার।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন